বাংলারজমিন

বন্যায় তছনছ চিলমারীর রাস্তাঘাট

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৭:৪৪ পূর্বাহ্ন

বন্যার দেয়া হানায় ক্ষতবিক্ষত হয়ে পড়ে চিলমারী। সেই সঙ্গে তছনছ করে রেখে যায় সড়ক ব্যবস্থা। ভাঙে নদী গিলে খায় বাড়িঘরসহ সড়ক ও ব্রিজ। বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। কর্তৃপক্ষ সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ না করায় প্রতিবছর কোটি কোটি টাকা সরকার ক্ষতিতে পড়লেও লাভবান হচ্ছে কতিপয় কর্মকর্তা ও ঠিকাদার। পরিত্রাণের সঙ্গে চিলমারীবাসী চায় বন্যা সহনশীল সড়ক ব্যবস্থা।
কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানি নেমে গেলেও তছনছ করে রেখে গেছে উপজেলা যোগাযোগ ব্যবস্থা। রেখে গেছে বিধ্বস্ত সড়ক ব্যবস্থা এবং ঘরহারা সাজানো সংসার হারা অসহায় মানুষের চোখের পানি। এখনো রয়েছেন অনেকে বাঁধে আশ্রয় নিয়ে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নষ্ট হওয়ায় অচল হয়ে আছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তাঘাট জেগে উঠলেও তা পরিণত হয়েছে কঙ্কালে। বন্যার আগের অবস্থা আর বন্যার পরের অবস্থা পুরোটাই যেন উপজেলাকে দিয়েছে বদলে। বন্যার পানির তোড়ে ভেঙে ডুবে যায় একে একে উপজেলা সকল রাস্তাঘাট। পুরো শহর তলিয়ে যায় পানির নিচে। অনেকে ছাড়ে শহর। প্রায় মাসব্যাপী অবস্থানের পর বানের পানি নেমে যায়। শহর ছেড়ে যাওয়া মানুষজন ফিরে আসে শহরে। ফিরেই বিধ্বস্ত চিলমারী সড়ক দেখতে হয় তাদের। চিলমারী জেগে উঠলেও কংকাল শরীর নিয়ে ভেসে
উঠে সড়ক ব্যবস্থা। নদীও গিলে খায় বেশকিছু রাস্তাঘাট। শহর ও শহরের সকল সড়কের পরিণতি হয়েছে বেহাল দশায়। পানি নেমে যাওয়ায় প্রায় ২ মাস কেটে গেলেও রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের সকল সড়কসহ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কের অধিকাংশ জায়গা থেকে ইট সুরকি উঠে অসংখ্য গর্ত, রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্ত, খানাখন্দে পানি, কাদা জমে
হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাগুলোর বেশির ভাগ কার্পেটিং, খোয়া উঠে গর্তের সৃষ্টি হওয়ায় বাস, ট্রাক, ভ্যান, রিকশা, ভটভটি সহ বিভিন্ন যানবাহন চলাচলে ব্যাপক কষ্ট ভোগ করছে জনগণ। বন্যা আগে নবনির্মিত ও সংস্কার করা সড়কগুলোও বেহাল দশা হলেও কার্যকরী ব্যবস্থা না নেয়ায় চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। চিলমারী শহরের প্রধান সড়কটি বন্যা আগে কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলেও চিলমারী মডেল থানার সামনসহ বেশকিছু স্থানে গর্তের সৃষ্টি হলেও কর্তৃপক্ষের নজর না থাকায় শহরে প্রবেশের আগেই হোঁচট খাচ্ছে এলাকাবাসীসহ প্রবেশকারীরা। তবে সড়কটি সংস্কারের সময় ব্যাপক অনিয়ম আর দুর্নীতির আশ্রয় নেয়া হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। শুধু তাই নয়, উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের কাশিম বাজার, বজরা, নদীবন্দর, জোড়গাছ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। ঘটছে প্রায় দুর্ঘটনা। স্থানীয় সরকার প্রকৌশলীর অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার বেশকিছু পাকা রাস্তা ও কাঁচা রাস্তার ক্ষতি হয়েছে। এতে প্রায় ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  কোহিনূর রহমান জানান, বন্যায় কয়েক হাজার পরিবারের কাঁচা-পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বেশকিছু রাস্তারও ব্যাপক ক্ষতি হয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status