বাংলারজমিন

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যুবক হত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১:৪৬ পূর্বাহ্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে অজ্ঞাতনামা এক যুবক (২৫) কে হত্যা করেছে একদল দুর্বত্ত। মঙ্গলবার সকালে রেলওয়ে পুলিশ গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই যুবকের লাশ উদ্ধার করে। রেল পুলিশ লাশটি ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গফরগাঁও রেলওয়ে ষ্টেশন কর্তৃপক্ষ, রেলপুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া আটটার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেসটি গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে যাত্রাবিরতি করে। যাত্রাবিরতি শেষে গফরগাঁও রেলওয়ে ষ্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পরপরই ষ্টেশনের ষ্টার্টার সিগন্যালের একটু সামনে রেলওয়ে ষ্টেশন থেকে ১০০ গজ দুরে রেলওয় গোরস্থানের সামনে চলন্ত ট্রেনের ছাদ থেকে এই অজ্ঞাতনামা যুবককে ফেলে দেয় একদল অজ্ঞাতনামা দুর্বত্ত। গুরুতর আহত এই যুবক প্রায় ৩০ মিনিট রেললাইনের উপর পড়েছিল। খবর পেলেও রেলওয়ে কিংবা রেল পুলিশের কোন লোকজন তার সাহায্যে এগিয়ে আসেনি। পরে পাশর্^বর্তী  জামিয়া মদিনাতুল উলুম আলহাজ¦ আকবর হোসেন কওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা আহত এই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার এই যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তবে ওই যুবকের সাথে কেউ না থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেনি। বিনা চিকিৎসায় রাত একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই যুবকের মৃত্যু হয়।
গফরগাঁও রেওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।
উল্লেখ্য ২০১৮ ও ২০১৯ সালে এই ঢাকা-ময়মনসিংহ রেলপথে কাওরাঈদ, মশাখালী, গফরগাঁও, ধলা ও বালিপাড়া এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাই, ছিনতাই শেষে ছলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে যাত্রীদের হত্যা করার একাধিক ঘটনা ঘটেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status