বাংলারজমিন

প্রার্থী হচ্ছেন না শাহীন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:৩০ পূর্বাহ্ন

আসন্ন (২০শে অক্টোবর) মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন না বিকল্পধারা কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এম এম শাহীন। গেল জেলা পরিষদ নির্বাচনে ২য় স্থানে থাকা সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান জেলার অন্যতম আলোচিত নেতা এম এম শাহীন গতকাল বিকালে মুঠোফোনে মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপনির্বাচনের তারিখ ঘোষণার পর আমার ভক্ত, অনুসারী ও সমর্থকরা আমাকে জেলা পরিষদ উপনির্বাচনে অংশগ্রহণ করতে অনুরোধ করেন। তাদের সম্মানার্থে আমি প্রথমদিকে সম্মতি দিলেও পরে ব্যক্তিগত ও নানা সঙ্গত কারণে নির্বাচন না করতে সিদ্ধান্ত নেই। সেজন্য আমি আমার ভক্ত, অনুসারী, সমর্থকসহ জেলাবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। যারা গেল নির্বাচনে আমাকে মূল্যবান ভোট দিয়ে ও নানাভাবে সমর্থন ও সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি ও আমার পরিবার আজীবন কৃতজ্ঞ।
 তিনি বলেন, করোনাকালীন সময়ে আমি আমেরিকাতে আটকা পড়ায় নিজ এলাকাসহ জেলাবাসীর খেদমতে হাজির হতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, আমি দেশ, জাতি ও মানুষের কল্যাণে রাজনীতি করি। রাজনীতির মাধ্যমে জনসেবাকে ইবাদতের অংশ মনে করি। তাই যতদিন বেঁচে থাকবো জনগণের দাবি আদায়ে সোচ্চার থাকবো। একজন রাজনৈতিক কর্মী হিসেবে মাঠে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান ১৮ই আগস্ট করোনাক্রান্ত মৃত্যুবরণ করেন। আসনটি শূন্য হলে প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমী ৬ই সেপ্টেম্বর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। এরপর ১৪ই সেপ্টেম্বর নির্বাচন কমিশন ২০শে অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status