অনলাইন

আহমদ শফীর জানাজায় অংশগ্রহণ, জামায়াত আমীরের ব্যাখ্যা

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ২:৪৫ পূর্বাহ্ন

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ অবস্থায় আজ সংগঠনটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান এক বিবৃতি দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, অতিসম্প্রতি বাংলাদেশের বিশাল মাপের একজন সম্মানিত দ্বীনি ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার ইন্তিকালে গোটা দেশের মুসলমানেরা শোকাহত। সকলেই তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এই মহান ব্যক্তির জানাজায় শরিক হওয়া সত্যিই একটি সৌভাগ্যের ব্যাপার ছিল। যারা শরিক হতে পারেননি তারাও আল্লাহর দরবারে উনার জন্য দোয়া করছেন। এই বিষয়টিকে কেন্দ্র করে কোনভাবেই নেতিবাচক কোন চর্চা একান্তই দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।
সমালোচনার প্রেক্ষাপটে সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সকল মহলের সকল দ্বীনি ভাইদের প্রতি আন্তরিক অনুরোধ জানাই, আসুন, পরস্পরের ব্যাপারে সকল প্রকার নেতিবাচক ধারণা ও চর্চা পরিহার করি। পরস্পরের ব্যাপারে একান্ত শ্রদ্ধাবোধ, সু-ধারণা, ভালোবাসা এবং সম্প্রীতির চর্চা করি। একে অন্যের প্রতি অন্তরের অন্তস্তল থেকে মহান প্রভুর দরবারে পারস্পরিক কল্যাণ কামনা করি। সকল প্রকার জুলুম ও জুলমাত থেকে আমাদের প্রিয় জাতিকে রক্ষা করার জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য চেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করি। পরস্পর ভাই হিসেবে একে অন্যকে ক্ষমা করি। কুরআন-সুন্নাহর দেখানো পথে পরস্পরের সহযোগী ও সহযাত্রী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে তার সন্তুষ্টির পথে চলার জন্য তাওফিক দান করুন। আমীন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, আল্লামা শফীসহ অতীতে যে সমস্ত আল্লাহর নেক বান্দাগণ সীমাহীন ত্যাগ-কোরবানী ও নেক আমলের নজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান প্রভুর দরবারে দোয়া করি তিনি তাদের সকলের ভুল-ক্রটি ক্ষমা করে দিয়ে নেক আমলগুলো কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং আমাদেরকে আল্লাহ তায়ালার সন্তুষ্টির পথে পরিচালিত করুন।
প্রসঙ্গত, গত ১৮ই সেপ্টেম্বর শুক্রবার আল্লামা শাহ আহমদ শফী মৃত্যুবরণ করেন। পরের দিন শনিবার লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সালাউদ্দীন আইয়ুবী, চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলামসহ জামায়াত-শিবিরের বেশ কয়েকজন শীর্ষ নেতা জানাজায় অংশ নেন। জানাজার আগে হাটহাজারী মাদ্রাসার মূল ফটকের সামনে বক্তব্যও দেন জামায়াত নেতারা। সেখানে প্রয়াত আহমদ শফীকে ‘জাতির অভিভাবক’ বলেও অভিহিত করা হয়। কওমী ধারার সঙ্গে জামায়াতে ইসলামীর ধারার মতপার্থক্য থাকায় এ নিয়ে অনেকে সামালোচানা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status