বাংলারজমিন

খুলনার ডাচবাংলা ব্যাংক থেকে গ্রাহকের দুই লাখ ৮০ হাজার টাকা চুরি, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৭:২৮ পূর্বাহ্ন

খুলনা মহানগরীর তেতুলতলা মোড়স্থ ডাচবাংলা ব্যাংক অভ্যন্তরে গ্রাহকের থেকে ২ লাখ ৮০ হাজার টাকা চুরি করেছে একটি চক্র। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুুলিশের সূত্র জানান, ধীরেন চন্দ্র দেবনাথ নামের এক ব্যবসায়ী ওই টাকা জমা দিতে ব্যাংকে এসেছিলেন। তিনি টেবিলের পাশে টাকার ব্যাগটি রেখে ব্যাংকের জমা ফরম পূরণ করছিলেন। হঠাৎ দেখেন টাকা ভর্তি ব্যাগটি নেই। তিনি সাথে সাথে চিৎকার দিলে ব্যাংকের দারোয়ান গেট বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে টাকার ব্যাগ নিয়ে প্রতারক চক্রটি সরে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাংকের সিসি ফুটেজ দেখে প্রতারক সন্দেহে একজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো. মমতাজুল হক বলেন, প্রতারক চক্রের সদস্য ধৃত আল আমীন ব্যবসায়ী ধীরেন দেবনাথের টাকার ব্যাগটি একটু আড়াল করে তার সাথে কথা বলছিলেন; জিজ্ঞেস করছিল- আজ কত তারিখ, কি বার ইত্যাদি। মুহুর্তের মধ্যে সিন্ডিকেটের অপর সদস্য টাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে ব্যবসায়ী বুঝতে পারেন, বিষয়টা। ওই সময়েই গেট লক করে দিয়ে প্রতারক চক্রের সদস্য আল-আমীনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status