অনলাইন

পিয়াজের ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার

অর্থনৈতিক রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৬:২৫ পূর্বাহ্ন

পিয়াজ আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানা গেছে । এনবিআরের দেয়া এই সুযোগ আগামী ২০২১ সালের ৩১শে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানিয়েছেন তিনি। দেশে পিয়াজের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে রাখতেই এ সুযোগ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৭ই সেপ্টেম্বর পিয়াজ আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআরকে) চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status