অনলাইন

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৬:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অঙ্গ প্রতিষ্ঠান দেশের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে নতুন আঙ্গিকে উন্নত সেবার ব্রত নিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম শুরু করে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এখন থেকে সবধরনের রোগী এই হাসপাতালের ভর্তি, জরুরী ও বর্হিবিভাগে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের জরুরী বিভাগ সার্বক্ষণিক খোলা রয়েছে। অতি মুমূর্ষু যেকোন রোগী রাতদিন ২৪ ঘন্টা সেখান থেকে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও প্রতিদিন সকালে আউটডোরে ও বিকেলে স্পেশালাইজড চিকিৎসকরা নিয়মিত রোগী দেখছেন। এই হাসপাতালে জীবাণুমুক্ত পরিবেশে রোগীদেরকে সবধরনের চিকিৎসা ও টেস্টের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: মোহাম্মদ মোর্শেদ, (পিএইচডি) বলেন, অতীতে মানসম্মত সেবা নিতে মানুষ যেভাবে হলি ফ্যামিলি হাসপাতালমুখী হতেন, আমার বিশ্বাস এখনও সেভাবেই হবেন। কারণ, সেরা মানে ফিরিয়ে নিতে আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি। তিনি, আধুনিক ও মানসম্পন্ন সেবার নিশ্চয়তার ফলে আবারও রোগীরা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালমুখী হবেন বলে পুনরায় আশাবাদ ব্যক্ত করেন। হাসপাতালের সেবা সম্পর্কিত যেকোন জরুরী ও অতি প্রয়োজনীয় তথ্য জানাতে চালু রয়েছে টেলিফোন সার্ভিস। চিকিৎসা সম্পর্কিত তথ্যের জন্য ফোন করতে পারেন (০২- ৪৮৩১১৭২১-৫) এই নম্বরে। কর্তৃপক্ষ জানায়, রোগীর সেবায় সর্বদাই খোলা থাকবে এই নম্বরটি। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে মানবসেবার উদ্দেশ্য চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি, এই হাসপাতালটি আন্তর্জাতিক মানের সেবা দানেও প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, এই হাসপাতালটি রাজধানীর অন্যান্য বেসরকারী হাসপাতালের চেয়ে কম খরচে রোগীদের চিকিৎসা দিচ্ছে বলে হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ মাস যাবৎ এই হাসপাতালটি সরকার পরিচালিত সর্ববৃহৎ বেসরকারি কোভিড হাসপাতাল হিসেবে অত্যন্ত সুনামের সাথে সেবা প্রদান করেছে, যা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ প্রসংসিত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status