অনলাইন

মোর্শেদ হাসানকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল ও পুনর্বহালের দাবিতে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ

ষ্টাফ রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৫:৫৫ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল এবং পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল রোববার সকাল ১০টায় রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ সমাবেশ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ- সভাপতি জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুমন, কে এম মুসাব্বির সাফি, যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, এ বি এম মাহমুদ আলম সরদার, নিজামউদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, সহ- সাধারণ সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহ ইয়াহ, কে এম সাখাওয়াত হোসাইন, মাঈনুদ্দিন নিলয়, আক্তারুজ্জামান আকতার সহ-সাংগঠনিক সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, নাছিরউদ্দীন নাছির, জহিরউদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম খান আনিক, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর,সোহেল রানা, এ বি এম এজাজুল কবির জুয়েল, শাফি ইসলাম, রিয়াদ রহমান, হাসান আল আরিফ, মশিউর রহমান, জেহাদুল ইসলাম রঞ্জু, শরিফুল ইসলাম প্রধান, এস এম মাহমুদুল হাসান রনি, এনামুল হক এনাম, মাসুদুর রহমান মাসুদ, আবুল বাসার, জসীমউদ্দিন, মোস্তাফিজুর রহমান রুবেল, এনায়েত উল্লাহ শরিফ, ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, জি এম ফখরুল ইসলাম, শরিফুল ইসলাম, মিয়া মো. রাসেল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দসহ দুই শতাধিক নেতাকর্মী প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে বক্তারা অনতিবিলম্বে ড. মোর্শেদ হাসান খানকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল এবং তাকে চাকুরিতে পুনর্বহালের দাবি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status