খেলা

আইপিএলের ছোঁয়ায় হকার থেকে কোটিপতি

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৮:০৮ পূর্বাহ্ন

বড় ক্রিকেটার হওয়ার আশায় ৮ বছর বয়সে ‘স্বপ্নের শহর’ মুম্বইয়ে এসেছিলেন যশস্বী জসওয়াল। কিন্তু আর্থিক সংকটে তার স্বপ্নগুলো ধূসর হয়ে যাচ্ছিল। গৃহহীন জসওয়াল পেটের দায়ে কখনো হয়েছেন বিক্রয় সহকারী, কখনো বা ফেরিওয়ালা। খেয়ে না খেয়ে কত যে দিন কাটিয়েছেন ইয়ত্তা নেই। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা কমেনি। ক্রিকেট খালি হাতে ফেরায়নি জসওয়ালকে। আজ তিনি কোটিপতি। ১৮ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যানকে ৩ লাখ ২৭ হাজার ডলারে চুক্তিবদ্ধ করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। আইপিএলের ছোঁয়ায় কলমের এক খোঁচাতেই জসওয়াল হয়ে গেলেন ২ কোটি টাকার মালিক। যশস্বী জসওয়াল ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম সেরা তারকা ছিলেন গত যুব বিশ্বকাপে। বাঁহাতি এই ওপেনার সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে হাঁকান সেঞ্চুরি। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলেন ৮৮ রানের ইনিংস। বল হাতে ১টি উইকেটও নিয়েছিলেন। তবে ৯ই ফেব্রুয়ারির ফাইনালে শিরোপাটা জেতা হয়নি। আকবর আলীর ধৈর্যশীল ইনিংসে সেদিন বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছিল বাংলাদেশের তরুণরা।
বাংলাদেশের বিপক্ষেই ২০১৯ সালের নভেম্বরে লিস্ট-এ অভিষেক জসওয়ালের। এখন পর্যন্ত ১৩ ম্যাচে সমান ৩টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। সর্বোচ্চ ২০৩। লিস্ট-এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ানের রেকর্ড তার দখলে। ডিসেম্বরে আইপিএলের নিলামে জসওয়ালের ওপর নজর ছিল সব ফ্র্যাঞ্চাইজিরই। ২৭ হাজার ডলারের ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে শেষ পর্যন্ত ৩ লাখ ২৭ হাজার ডলারে কিনে নেয় ২০০৮ সালের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। মাত্র ১৮ বছর বয়সী জসওয়াল এবার ড্রেসিংরুম শেয়ার করবেন জফরা আর্চার, জস বাটলার ও বেন স্টোসের মতো বিশ্বকাপজয়ী তারকাদের সঙ্গে। ২ কোটি ৭০ লাখ টাকার খেলোয়াড় তার দামটা পারফরম্যান্স দিয়েই বুঝাতে চান। তিনি বলেন, ‘নেটে রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসনের মতো সিনিয়রদের সঙ্গে কঠিন প্রস্তুতি চলছে আমার। প্রথম আইপিএলে রাজস্থান রয়্যালসের অংশ হতে পেরে আমি খুবই এক্সাইটেড। নিজের স্কিল দিয়ে মানুষকে আনন্দ দেয়ার সুযোগ আছে আমার। বিরাট কোহলি, রোহিত শর্মা ও এমএস ধোনির মতো গ্রেটদের বিপক্ষে খেলবো। একই সঙ্গে যেটি আমার জন্য শেখা ও অনুপ্রেরণার উৎস।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status