ভারত

অন্তঃসত্ত্বা নারীদের ডায়েট চার্ট পেশ করলেন মন্ত্রী স্মৃতি ইরানি, ভুলে গেলেন দারিদ্রসীমার নিচে থাকাদের কথা

  বিশেষ সংবাদদাতা  

১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৯:০৪ পূর্বাহ্ন

ভারতের নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানিকে লোকসভার স্পিকার ওম মেটা অন্তঃসত্ত্বা নারীদের জন্য একটি ডায়েট চার্ট প্রস্তুত করতে বলেছিলেন। জানিয়েছিলেন, সব সাংসদকে এই তালিকাটি দিতে, যাতে তারা নিজ নিজ এলাকায় এটি বিলি করতে পারেন।
 
‘সাস ভি কভি বহু থি’ সিরিয়ালের একসময়ের নায়িকা তালিকা পেশ করতে গিয়ে ভুলে গেলেন, বেশিরভাগ্ নারীই ভারতে দারিদ্রসীমার নিচে বাস করে। সাংসদরাও স্মৃতির তালিকা দেখে ভিমড়ি খেয়েছেন। কি আছে তালিকায়?
 
স্মৃতি জানিয়েছেন, অন্তঃসত্ত্বা নারী ভাত, রুটি, মাখন, চিনি, ডাল, গুড়, দই, সবুজ সবজি, ডিম, মাছ, মাংস খাবেন। স্মৃতির দাওয়াই অনুযায়ী তাকে আরও খেতে হবে ফল, বাতাবি লেবু এবং নানাধরণের স্যুপ। নিরামিষ খাবার থেকে ২২১৩.৪৬ ক্যালোরি পেতে হবে। প্রোটিন থেকে পেতে হবে ৭৪.৬ মিলিগ্রাম ডেসিলিটার। আমিষের ক্ষেত্রে ২১৬৭.৪৬ ক্যালোরি চাই।
 
সেপ্টেম্বরে পোষণ সপ্তাহ অর্থাৎ পুষ্টির সপ্তাহ শুরু হচ্ছে, তার আগে স্মৃতি ইরানির নিদান পেয়ে চক্ষু চড়কগাছ সাংসদদের। লোককে তো ঘটি-বাটি বেচতে হবে মন্ত্রী মহোদয়ার এই ফতোয়া মানতে হলে। স্মৃতি তার তালিকায় অনড়, যতই লোকে বলুক, মন্ত্রী ভি কভি আমআদমি থি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status