বাংলারজমিন

সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে অনিয়ম, দুদক’র তদন্ত শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৮:৩৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ২০১৭ সালে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণে ফসলহানির ঘটনায় আইনজীবীদের দায়ের করা মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল দুপুরে আইনজীবী সমিতির ভবনে এ জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। সিলেট জেলা দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেনসহ দুইজনের তদন্ত টিম মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হকসহ সাক্ষী মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর ও চিত্তরঞ্জন তালুকদারকে জিজ্ঞাসাবাদ করেন। বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণে হাওরে ফসলহানির ঘটনায় ২০১৭ সালের ৩রা আগস্ট সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে ৭৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির ৪৮ জন ঠিকাদার ও ১৪ জন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, হাওর বাঁচাও আন্দোলনের নেতারাসহ ২৯ জনকে সাক্ষী করা হয়। উল্লেখ্য, ২০১৭ সালের মার্চ মাসে হাওরে সময়মতো বাঁধ নির্মাণ না করায় এবং বাঁধ নির্মাণে ঠিকাদার ও পাউবো’র অনিয়মের কারণে তলিয়ে যায় জেলার সব হাওরের ফসল। সে সময় জেলাবাসীর আন্দোলনে ঠিকাদার ও পাউবো’র কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসহ ঠিকাদার ও পাউবো’র কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে আইনজীবী সমিতি।
মামলার বাদী আব্দুল হক জানান, গতকাল বুধবার দুদক কর্মকর্তারা মামলার ৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন। আজ থেকে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাওরে ফসলহানির জন্য যারাই দায়ী তাদের যেন বিচারের আওতায় আনা হয় সে প্রত্যাশা রইলো।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status