বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বাংলারজমিন ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৮:২৯ পূর্বাহ্ন

সরাদেশে গতকাল সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পঞ্চগড়ে ২ কারারক্ষী, চাঁদপুরের শাহ্‌রাস্তিতে ১, নওগাঁর আত্রাইয়ে ১ ও শরীয়তপুরের নড়িয়ায় ১ জন রয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
পঞ্চগড় প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় জেলা কারাগারের দুই কারারক্ষী নিহত হয়েছেন। গতকাল বিকালে পঞ্চগড়-আটোয়ারী সড়কের মাগুড়া রজলী খালপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- পঞ্চগড় জেলা কারাগারের কারারক্ষী দিনাজপুর জেলার পার্বতীপুর নতুনবাজার সোনাপট্টি এলাকার আব্দুল মোমিনের ছেলে মেহেদী হাসান মুন (২২) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে উৎপল চন্দ্র রায় (২২)।
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি জানান, শাহ্‌রাস্তিতে ইটবোঝাই একটি ড্রাম্পট্রাকের ধাক্কায় মহিউদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীর (ইলেকট্রিশিয়ানের) মৃত্যু হয়েছে। বুধবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির কাকৈরতলা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানায়, পার্শ্ববর্তী কচুয়া উপজেলার আশরাফপুর ইউপি’র মথুরাপুর গ্রামের মিজিবাড়ী মৃত আমিন উদ্দিনের পুত্র স্থানীয় কাকৈরতলা বাজারে একটি বাইকযোগে তার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। ওই সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি হাইড্রোলিক ড্রাম্পট্রাক (চট্টমেট্রো-নং-১১-৬৯৮৯) তার বাইকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয় উপজেলার ছোট রসুলপুর এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল যাত্রী গৃহবধূ রূপালী বেগম (৩৫) নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপালী বেগম উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌরবাড়ি গ্রামের খলিল হোসেনের স্ত্রী।
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বুধবার দুপুরে ভোজেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন মাহিন্দর চাপায় মোটরসাইকেল আরোহী ইতালী প্রবাসী জাহিদুর রহমান মুকুল (৫০) নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক হুমায়ন শেখ বলেন আমরা সকালে বাড়ি থেকে শরীয়তপুর বি-আর টি যাই।
সেখান থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিছন থেকে মাহিন্দ গাড়িটি মোটরসাইকেলে উপর উঠাইয়া দিলে আমি ছিটকে পড়ে যাই, আমার পিছনে বসা জাহিদুর রহমান মুকুল গুরুতর জখম হয়।
আমারা তারাতাড়ি শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত ডাক্তার জাহিদুর রহমান মুকুলকে মৃত্যু ঘোষণা করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status