বিনোদন

চার বছর পর মিমি

স্টাফ রিপোর্টার

১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৮:২৭ পূর্বাহ্ন

চার বছর পর বিটিভি’র জন্য আবারো ধারাবাহিক নাটক নির্মাণ করছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। চলতি মাসের শেষের দিকে নাটকটির শুটিং শুরু হবে। কথাসাহিত্যিক শওকত আলীর ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাস থেকে এরই মধ্যে নাটকের চিত্রনাট্যের কাজ শেষ করেছেন তিনি। রাখী নামের একটি নারী চরিত্রকে কেন্দ্র করে নাটকের গল্প আবর্তিত হবে। ধারাবাহিকটি নিয়ে বেশ আশাবাদী বলে জানান তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও দারুণ খ্যাতি রয়েছে এই অভিনেত্রীর। এর আগে তার নির্মিত ‘ডলস হাউজ’সহ বেশ কয়েকটি নাটক বেশ দর্শকপ্রিয়তা পায়। লকডাউনের আগে ‘রুম নাম্বার ৪০৪’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেন তিনি। এদিকে মিমি দশ বছর পর চলচ্চিত্রে ফিরেছেন। চলতি বছরের শুরুর দিকে গিয়াসউদ্দিন পরিচালিত ‘পাপ-পুণ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সর্বশেষ ২০০৯ সালে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের ‘প্রিয়তমেষু’ চলচ্চিত্রে দেখা যায় তাকে। ১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। অভিনয় ও পরিচালনা বাইরে মিমি একটি অভিনয় স্কুল পরিচালনা করেন। বেশির ভাগ সময় এই প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়া প্রযোজনা সংস্থা গ্রিন স্ক্রিনের স্বত্বাধিকারী হিসেবেও রয়েছে তার কর্মব্যস্ততা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status