বাংলারজমিন

রূপগঞ্জে লোকালয়ে ইটভাটা বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৮:২৫ পূর্বাহ্ন

রূপগঞ্জের তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে এবং সরকারি নির্দেশনা না মেনে স্থানীয় কয়েকজন প্রভাবশালী বিসমিল্লাহ ব্রিকস ফিল্ড নামে ইটভাটা নির্মাণ করছেন। আর এই ভাটার পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় চরম ঝুঁকিতে পড়বে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। লোকালয়ে ইটভাটা বন্ধের দাবি জানিয়ে স্থানীয় এলাকাবাসী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
উপজেলার কর্ণগোপ এলাকার বাসিন্দা মহিউদ্দিনের দেয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, নির্মাণাধীন ওই ইটভাটায় প্রতিদিন স্থানীয় কৃষি জমি থেকে মাটি কেটে ১০০ থেকে ১৫০টি ট্রাক  মাটি নিয়ে ইটভাটায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে। ট্রাক চলাচলের কারণে ওই এলাকার রাস্তাঘাট  চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ধুলোবালিতে পুরো এলাকায় ছেয়ে গেছে। পাশেই রয়েছে কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্ণগোপ মাদ্রাসা। ইটভাটা চালু করা হলে  ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এলাকার ফসল ও ফল গাছের ব্যাপক ক্ষতিসাধন হবে। এব্যাপারে ইটভাটা মালিক সালাহউদ্দিন বাবু ও রহিম ভুঁইয়া জানান, ইটভাটা স্থাপনের জন্য সরকারি নির্দেশনা রয়েছে সেগুলো মেনেই এটা চালু হবে। তাছাড়া পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক ও বিএসটিআইয়ের অনুমোদনের জন্য কাগজপত্র তৈরি করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এসব অনুমোদন পেয়ে যাবো। এ ব্যাপারে তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী জানান, ইটভাটা নির্মাণে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবেশের ক্ষতি হলে তা করতে দেয়া হবে না।
 তাছাড়া অনুমোদন ছাড়া কোনো ইটভাটা প্রথম শ্রেণির তারাব পৌর এলাকায় চালু করতে দেয়া হবে না। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবতি এলাকায় ইটভাটা নির্মাণের কোন নিয়ম নাই। এ ছাড়া এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অনুমোদনবিহীন কোনো ইটভাটা চালুর প্রশ্নই উঠে না। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status