অনলাইন

সেই মিস কলম্বিয়ার ভিডিও দেখা হলো ৬০ লাখ বার (ভিডিও)

তারিক চয়ন

১৬ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৫:২৩ পূর্বাহ্ন

মিস কলম্বিয়া-২০১১ ডানিয়েলা আলভারেয। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিজ দেশ কলম্বিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা, ব্যবসায়ী ডানিয়েলা। এক পর্যায়ে তার শরীরে ইস্কিমিয়া ধরা পড়ে। যে রোগে আক্রান্ত হলে শরীরের নির্দিষ্ট অংশে বা অঙ্গে রক্তস্বল্পতা দেখা দেয়। ফলশ্রুতিতে চিকিৎসকদের পরামর্শে বাঁ-পায়ের হাঁটুর নিচের অংশ গেলো জুনে অস্ত্রোপচার করে কেটে বাদ দিতে হয়।

এক পা চলে গেলেও জীবনীশক্তি যে ফুরিয়ে যায়নি তা বোঝা গিয়েছিল ডানিয়েলার জুলাই মাসে শেয়ার করা ইনস্টাগ্রাম পোস্টে। সেই পোস্টে নিজ ভাইয়ের দু’হাতে ভর দিয়ে নাচতে দেখা গিয়েছিল তাকে।

পোস্টে ভাই রিকির সঙ্গে একটি নাচের ভিডিও আপলোড করে ৩২ বছর বয়সী ডানিয়েলা লিখেছিলেন, সমস্যাকে আমল দিলে চলবে না! স্বাভাবিক জীবনে ফিরতে হবে! এক পায়ে ডানিয়েলার নাচের সেই ভিডিও ইতিমধ্যেই প্রায় ৬০ লাখ দর্শক দেখে ফেলেছেন।

এখানেই শেষ নয়। কলম্বিয়ান ম্যাগাজিন 'আলো' তাদের আগস্ট-সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদ করেছে ডানিয়েলার ছবি দিয়ে। তাদের মূল গল্পও তাকে নিয়ে, যার শিরোনাম- ডানিয়েলার সংগ্রাম। সেখানে তাকে আখ্যা দেয়া হয়েছে 'সত্যিকারের সাহসী নারী' হিসেবে।
https://www.instagram.com/tv/CCR7wjep81o/?utm_source=ig_web_copy_link
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status