কলকাতা কথকতা

কলকাতা কথকতা

বিনা চিকিৎসায় উচ্চমাধ্যমিক ছাত্রের মৃত্যু, নার্সিংহোমকে পাঁচলক্ষ টাকা জরিমানা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১১ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ২:১৩ পূর্বাহ্ন

বিনা চিকিৎসায় এক উচ্চমাধ্যমিক ছাত্রের মৃত্যুর ঘটনায়  উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ার মিডল্যান্ড নার্সিংহোমকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করলো রাজ্য স্বাস্থ্য কমিশন৷   চলতি বছরের এগারো জুলাই সেই মর্মান্তিক,  করুণ দৃশ্যের কথা ভুলতে পারেনি কেউই৷ মুমূর্ষু পুত্রকে নিয়ে বাবা আর মা হাসপাতালের দরজায় দরজায় ঘুরছেন একটু সুচিকিৎসার জন্যে৷  হাসপাতালগুলো মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে৷   ক্রমশঃ নেতিয়ে পড়ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া সুভাশিষ চট্টোপাধ্যায়৷  কামারহাটি ই  এস আই হাসপাতাল প্রবল শ্বাসকষ্ট নিয়ে আসা সুভাশিসের চিকিৎসা করতে অক্ষমতা জানানোর পর তার বাবা মা তাকে নিয়ে আসেন বেলঘরিয়ার মিডল্যান্ড নার্সিংহোম এ৷  তারা  র‍্যাপিড টেস্ট করে জানায়,  সুভাশিষ করোনা পজিটিভ৷   কয়েকঘন্টা সুভাশিষ ওই নার্সিং হোম এ  ছিল৷  কেউ তার কোনও  চিকিৎসা করেনি৷   এরপর নার্সিংহোম জানায় শুভাশিষকে তারা রাখতে পারবে না৷ অসহায় বাবা মা এরপর তাঁদের পুত্রকে বিনা চিকিৎসায় মরতে দেখেন৷   সুভাশিষের মৃত্যুর পর তার মা শ্রাবনী অভিযোগ জানান,  রাজ্য স্বাস্থ্য কমিশনে৷  স্বাস্থ্য কমিশন আপাতত নাসিং হোম কর্তৃপক্ষকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে৷  কিন্তু,  প্রশ্ন উঠেছে,  কেন ব্যবস্থা নেওয়া হবে না কামারহাটি সরকারি ই এস আই হাসপাতালের বিরুদ্ধে৷  তাদের গাফিলতিও কম নয় ৷ এরই মাঝে উচ্চমাধ্যমিকের ফল বেরিয়েছে৷   মৃত সুভাশিষ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status