ভারত

বাংলাদেশ-ত্রিপুরার মধ্যে জলপথে পণ্য পরিবহন শুরু হচ্ছে সেপ্টেম্বরেই

বিশেষ সংবাদদাতা, কলকাতা

৩০ আগস্ট ২০২০, রবিবার, ১০:০৭ পূর্বাহ্ন

বাংলাদশ ও ত্রিপুরার মধ্যে ঐতিহাসিক জলপথে পণ্য পরিবহন শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই।  কুমিল্লা জেলার দাউদকান্দি  থেকে ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া পর্যন্ত পণ্যবাহী জলযান আসবে।  এরপর পণ্য সড়কপথে যাবে রাজধানী আগরতলায়।  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর ফেসবুক পোস্টে ঘটনাটিকে যুগান্তকারী ও ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন।  দাউদকান্দি থেকে সোনামুড়ার জলপথের দূরত্ব তিরানব্বই কিলোমিটার। এরমধ্যে সাড়ে উননব্বই কিলোমিটারই বাংলাদেশের অংশ। বাকিটা ভারতের।  পঞ্চাশ টনের  জাহাজ পণ্য নিয়ে চলবে এই নদীপথে।  গত মে মাসে ঢাকায় ভারতীয় হাইকমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাশ এবং বাংলাদেশের নৌ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর মধ্যে ভারত-বাংলাদেশের নৌ পথে পণ্য পরিবহন নিয়ে একটি চুক্তি হয়।  চার জুলাই গোমতী নদীর ওপর একটি ভাসমান জেটির  উদ্বোধন হয়।  এর ফলে দাউদকান্দি থেকে সোনামুড়া পর্যন্ত জলপথ সুগম হয়।  দাউদকান্দি থেকে যাত্রা শুরু করে পণ্যবাহী জাহাজ মুরাদনগর,  দেবিদ্বার,  বুড়িচং,  কুমিল্লা সদর,  বিবিপাড়া হয়ে পৌঁছাবে সোনামুড়ায়।  প্রথম নৌযানটি ঢাকা থেকে পঞ্চাশ মেট্রিক টন সিমেন্ট নিয়ে আসছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।  সোনামুড়া থেকে যেমন সড়কপথে আগরতলায় যাবে পণ্য,  ঠিক সেইভাবে দাউদকান্দি থেকে যাবে বাংলাদেশের রাজধানী ঢাকায়।  এই পণ্য পরিবহনে ব্যয় কম হবে বলে জানাচ্ছেন দু'দেশের ব্যবসায়ীরা।  তাঁদের ধারণা,  ভারত -  বাংলাদেশের পণ্য পরিবহনে নতুন দিগন্তের দ্বার খুলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status