ভারত

ভবিষ্যতে বন্ধু রাষ্ট্রদের অস্ত্র যোগান দিতে চায় ভারত- মোদি

২৮ আগস্ট ২০২০, শুক্রবার, ১০:১৬ পূর্বাহ্ন

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার ওপর জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মতে, সেটা হতে পারলে সারা দুনিয়ায় ভারতের সম্মান বাড়বে। একটি ওয়েবিনারে মোদি বলেন, ভারত প্রতিরক্ষায় আত্মনির্ভরশীল হতে পারলে বন্ধু রাষ্ট্রদের অস্ত্র যোগান দিতে পারবে, ভারতীয় মহাসাগর অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা প্রদান করতে পারবে।
মোদি জানান, স্থানীয়ভাবে তৈরি প্রতিরক্ষা সামগ্রীর জন্য আলাদা বাজেট ধার্য করা হয়েছে। একই সঙ্গে ১০১টি সামরিক পণ্য আর বিদেশ থেকে আমদানি করবে না ভারত। এই তালিকা সামনে আরো বড় করা হবে।
বিদেশিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান মোদি। তার মতে, বেসরকারি, সরকারি এবং বিদেশি সংস্থাগুলো এক্ষেত্রে একসাথে কাজ করতে পারে। যৌথভাবে দেশে প্রতিরক্ষা সামগ্রী নির্মাণ করতে ভারত আগ্রহী, তা সাফ করে দেন তিনি।
উল্লেখ্য ভারতে এই মুহূর্তে প্রতিরক্ষা খাতে যে অর্থ খরচ হয় তার ৬০-৬৫ শতাংশই যায় আমদানি খাতে। এই খরচটি কমাতে চাইছে কেন্দ্র।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status