ভারত

সুশান্তের মৃত্যুরহস্যে নতুন মোড়

গাঁজা, চরস, ড্রাগে আচ্ছন্ন করা হয় অভিনেতাকে

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২৭ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৯:৩০ পূর্বাহ্ন

সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যে এবার মিলল মাদক যোগ। সুশান্তকে গাঁজা, চরস, এমডিএম এর ভয়ঙ্কর জগতে নিয়ে গিয়েছিলেন বান্ধবী রিয়া চক্রবর্তী। এমন তথ্য উঠে আসার পর নারকোটিকস কন্ট্রোল ব্যুরো একটি মামলা দায়ের করেছে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। ইডির ডিরেক্টর সঞ্জয় শর্মার দেয়া চিঠির ভিত্তিতেই নারকোটিকস ব্যুরো এই মামলা দায়ের করেছে বলে ডিরেক্টর রাকেশ আস্থানা জানিয়েছেন। প্রামাণ্য তথ্য হিসেবে পাওয়া গেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট, স্ক্রিনশট ও আরও কিছু প্রমাণ। রিয়াও নিয়মিত ড্রাগ নেন এবং সুশান্তকে কার্যসিদ্ধির জন্যে তিনি ড্রাগের দুনিয়ায় নিয়ে গিয়েছিলেন, রিয়ার বিরুদ্ধে অভিযোগ এটাই। এই অভিযোগ নিয়ে ফেটে পড়েছেন রিয়ার আইনজীবী সতীশ মানসিনধে। তিনি বলেছেন, এটা বিস্ময়কর যে ইডির পরে আবার এনসিবি। রিয়া যে ড্রাগ নিতে অভ্যস্ত নন তার প্রমাণ দিতে রিয়ার রক্তপরীক্ষার দাবি জানিয়েছেন সতীশ মানসিনধে। সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদি ও রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে এসেছে একটি তথ্য, কান্নায় ভেঙে পড়ে সুশান্ত বলেন যে তিনি আর গাঁজা খাবেন না। আর একটি চ্যাটে রিয়া, রিয়ার ভাই শৌভিক, সুশান্তর বিজনেস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং হাউসকিপার দীপক সাওয়ান্তের মধ্যে ড্রাগ নিয়ে খোলামেলা আলোচনা হয়। মৃত্যুর দিন সুশান্তের কাছে দুবাইয়ের এক ড্রাগ ডিলার এসেছিলো বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী। নারকোটিকস ব্যুরো এই সবেরই তদন্ত করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status