ভারত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ষড়যন্ত্র? সিবিআই তদন্তে উঠে আসছে পরস্পরবিরোধী তথ্য

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২৪ আগস্ট ২০২০, সোমবার, ৯:৩০ পূর্বাহ্ন

মৃত্যুর রাতেই তড়িঘড়ি অটোপ্সি কেন? কেনই বা পোস্টমর্টেমের সময় কুপার হাসপাতালে রিয়া চক্রবর্তী? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য উদ্ঘাটনে নিয়োজিত সিবিআই টিম এই প্রশ্নের জবাব খুঁজছে। ১৪ই জুন সুশান্ত বান্দ্রাতে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হওয়ার পর সেই রাতেই তার অটোপ্সি হয়। এত তড়িঘড়ি এই কাজ করা হয় কেন এই প্রশ্নের জবাবে কুপার হাসপাতাল কর্তৃপক্ষ নাকি জানিয়েছে, মুম্বাই পুলিশের নির্দেশেই তারা দ্রুত অটোপ্সি করেছে। মুম্বাই পুলিশ এত তাড়াহুড়ো কেন করেছিল তা খতিয়ে দেখছে সিবিআই। পোস্টমর্টেমের সময় কুপার হাসপাতালে রিয়া চক্রবর্তীর উপস্থিতি কি মুম্বাই পুলিশের এক উচ্চপদস্থ কর্তার আঙ্গুলিহেলনে? তাও অনুসন্ধান করছে সিবিআই। ইতিমধ্যে তারা সুশান্তের ফ্লাটমেট সিদ্ধার্থ পিঠানি, ম্যানেজার দীপেশ সাওয়ান্ত এবং কুক নিরাজ এর বয়ান রেকর্ড করেছে। জেরায় সুশান্তের মৃত্যু নিয়ে তিনজনই পরস্পরবিরোধী কথা বলেছে বলে জানা গেছে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে আজ জেরা করবে সিবিআই। এই জেরা দীর্ঘসময় চলতে পারে বলে অনুমান। সুশান্তের জিম পার্টনার সুনীল শুক্লা সম্প্রতি বলেছেন, রিয়ার ডাক্তার বাবা সুশান্তকে ওষুধ দিয়ে আচ্ছন্ন করে রাখতেন। রিয়ার সুগার ড্যাডি মহেশ ভাট সম্পর্কেও অভিযোগ করেছেন সুনীল। সিবিআই এর একটি টিম তাঁকেও জেরা করতে পারে। ইতিমধ্যে সুশান্তর বান্দ্রার ফ্ল্যাটে আত্মহত্যার পুনর্নির্মাণ করেছে সিবিআই। নতুন করে ছবি তোলা হয়েছে ফ্ল্যাটের। সুশান্তের লাইফস্টাইল নিয়েও চর্চা করছে সিবিআই। তদন্তকারী সংস্থা এখনই সুশান্তর মৃত্যু নিয়ে শেষ কথা বলতে রাজি নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status