ভারত

তেলেঙ্গানার আগুনে মৃত ইঞ্জিনিয়ারের মোবাইলে ভিডিও - ছেলেমেয়েদের ভালো রেখো

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২২ আগস্ট ২০২০, শনিবার, ৯:১৩ পূর্বাহ্ন

আগুন লেগেছিল বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ। কিন্তু তেলেঙ্গানার লেফট ব্যাংক হাইডেল পাওয়ার প্রজেক্টের স্টেশনটি ভূগর্ভস্থ হওয়ায় আগুনের খবর জানতে জানতে হয়ে গেল শুক্রবার বিকেল। ততক্ষণে এক মহিলা সহ কর্তব্যরত ৯ জনের দেহ পুড়ে ছাই। দেহগুলো উদ্ধার করার পর উদ্ধারকারী দলটির চোখে পড়ে মোবাইল ফোনটি। একটি দেহের হাতে শক্ত করে ধরা ছিল মোবাইলটি। বিস্ময়ের কথা ওই প্রবল আগুনেও মোবাইলটি অক্ষত থেকে গেছে। মোবাইলের মালিক ওই প্লান্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ধীরেন্দ্র কুমার সুন্দর নায়েক। মোবাইলে মৃত্যুর আগে তিনি ঝলসানো দেহে একটি ভিডিও করে গেছেন। স্ত্রীর উদ্দেশ্যে তাঁর ভিডিও বার্তা - আমি চললাম, ছেলেমেয়েরা রইলো। ওদের ভালোভাবে রেখো।
মর্মস্পর্শী এই ভিডিওটি উদ্ধার হয় শুক্রবার বিকেলে। ততক্ষণে ইলেকট্রিকাল প্যানেলের শর্টসার্কিট এ ৯ জন মানুষ পুড়ে ঝলসে গেছে। দেহগুলোকে শুক্রবার বিকেলে যখন টানেল থেকে বের করা হয় তখন সেখানে উপস্থিত স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে। তবে, এই পরিণতি আশংকা করেছিল সবাই। কারণ মাটির তলায় আটকে পড়া মানুষেরা মোবাইলে ফোন করে নিজেদের অবস্থার কথা জানিয়েছিলেন স্বজনদের। জতুগৃহে আটকে পড়া মানুষগুলো অবশ্য শুক্রবার সকালের আগে বুঝতে পারেননি যে তাঁরা আর দিনের সূর্য দেখতে পাবেন না। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও দুটি তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত হবে। তার ফলও আসবে। কিন্তু, আর ফিরবেন না ধীরেন্দ্র সুন্দর নায়েকরা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status