ভারত

ফেরার অনুরোধ জানালেন না, দু' পাতার চিঠিতে মোদি লিখলেন, নাম-পদবি কিছু নয়, কাজটাই আসল

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৫:৪৯ পূর্বাহ্ন

শোয়েব আখতার যাই মনে করুন, শোয়েবের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে তাকে দু' পাতার ব্যক্তিগত চিঠি লিখলেন প্রধানমন্ত্রী মোদি। ধোনি স্বয়ং এই চিঠিটি তাঁর টুইটার হ্যান্ডেল এ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন। মোদি তাঁর চিঠিতে অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কোন অনুরোধ তো জানানইনি, বরং বলেছেন, যেভাবে একটি ভিডিও বার্তা প্রকাশ করে ধোনি অবসর নিয়েছেন তাতে একটা আলাদা মাত্রা প্রকাশ পেয়েছে। দেশের একশো ত্রিশ কোটি মানুষকে আবেগমথিত করে এই বার্তা। তিনি চিঠিতে ধোনি দেশের জন্যে যা করেছেন তার জন্যে কৃতজ্ঞতা জানান। চিঠিতে তিনি লেখেন নাম কিংবা পদবি নয়, কিংবা ছোট শহর থেকে আসার মতো বিষয়ও নয়। মানুষের কাজ যে তার পরিচয়, ধোনি তার সার্বিক পরিচয় দিয়েছেন। শুধু ক্রিকেটার নয়, ফৌজিদের সম্পর্কে ধোনির সংবেদনশীলতার প্রভূত তারিফ করেন। তিনি লিখেছেন, দেশ একজন আইডল হিসেবে ধোনিকে মনে রাখবে। কি হেয়ারস্টাইল তাঁর ছিল সেটা ভবিষ্যতে বিচার্য হবে না। বিচার্য হবে দেশের জন্যে তাঁর অবদান। ধোনি তাঁর টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি তাঁর জীবনের পাথেয় হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status