ভারত

শোয়েব আখতার মনে করেন ধোনিকে ফিরিয়ে আনবেন নরেন্দ্র মোদি

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৯:২৩ পূর্বাহ্ন

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে দিয়ে খেলবেন মহেন্দ্র সিং ধোনি। এমনটাই বিশ্বাস করেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। পনের আগস্ট অবসর নেয়া ধোনির আবার ভারতীয় দলে প্রত্যাবর্তন কিভাবে সম্ভব? রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মনে করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধোনিকে টি -টোয়েন্টি বিশ্বকাপে খেলার অনুরোধ জানাবেন এবং ধোনি সেই অনুরোধ ফেলবেন না। উনিশশো সাতাশি সালে ইমরান খান অবসর নেয়ার পরও পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট জিয়া উল হক এর অনুরোধে দলে ফিরে এসেছিলেন। উনচল্লিশ বছররের ধোনির ক্ষেত্রেও এমন হবে বলে দৃঢ বিশ্বাস পঁয়তাল্লিশের শোয়েবের। তিনশো পঞ্চাশটি ও ডি আই, নব্বইটি টেস্ট, আটানব্বইটি টি -টোয়েন্টি খেলা, উইকেটের পিছনে দাঁড়িয়ে আটশো ঊনত্রিশটি শিকার ধরা ধোনির এই নিঃশব্দ বিদায় শোয়েব মেনে নিতে পারছেন না। শোয়েব তো বিখ্যাত ব্যাক্তিত্ব, মোহালির অখ্যাত রামবাবু ধোনির অবসর গ্রহণের খবরে নিজের মোবাইলটাই আছাড় মেরে ভেঙে ফেলেন। এই রামবাবু ধোনির অন্ধ ফ্যান। ধোনি তাকে দু'বার বিমানের টিকিট কেটে, হোটেলের খরচ দিয়ে বাংলাদেশে এশিয়া কাপ আর টি - টোয়েন্টি টুর্নামেন্ট দেখাতে নিয়ে গিয়েছিলেন। দ্বিতীয়বার ঢাকায় অসুস্থ হওয়ার পর ধোনি তাকে চন্ডিগড়ে বিমানে ফিরিয়ে চিকিৎসার সব ব্যবস্থা করে দিয়ে প্রাণে বাঁচান। সুপারস্টার শোয়েব আখতার কিংবা করোনায় রুটি রুজি হারানো রামবাবু দু'জনেই চান মহেন্দ্র সিং ধোনির রাজকীয় বিদায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status