বাংলারজমিন

১৩ দিনের ব্যবধানে করোনায় দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

১৬ আগস্ট ২০২০, রবিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বড় ভাই ব্যাংক কর্মকর্তা সামছুল আলম খান সেলিম মারা যাওয়ার ১৩ দিনের মাথায় ছোট ভাই এ্যাড. তাছিকুল আলম খান আকরাম এরও মৃত্যু হয়েছে। আকরাম ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি মো. মশিউর রহমানের শ্যালক ও ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য। শুক্রবার দিবাগত রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহ অস্থায়ী কোভিড-১৯ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) এ্যাড. তাছিকুল আলম খান আকরাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি শহরের আরাপপুর এলাকার ক্যাসেল ব্রিজ সংলগ্ন মরহুম নুরুন্নবী খান ওরফে মনি মিয়ার ছেলে।
পারিবারিক সুত্র জানা গেছে, বেশ কিছু দিন যাবৎ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চলাফেরা করছিলেন আকরাম। নমুনা পরীক্ষার পর তার ফলাফল পজেটিভ আসে। গত ১১ই আগস্ট শ্বাসকষ্ট দেখা দিলে আকরামকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। গত ৩১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার বড় ভাই সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা সামছুল আলম খান সেলিম মারা যান। ১৩ দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাই মারা গেলেন। এ্যড. আকরামের মৃত্যুতে গভীর  শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিক সমি।
 শনিবার বেলা ১১টার দিকে আকরামের মৃতদেহ ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক  মো. আব্দুল হামিদ খান জানান, সদর উপজেলার ফিল্ড সুপার ভাইজার  মো. আমিনুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্যবিধি অনুযায়ী জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে। এই নিয়ে লাশ দাফন কমিটি এ পর্যন্ত ৪১ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status