খেলা

নিষেধাজ্ঞা উঠলেই খেলবেন সাকিব, তবে...

স্পোর্টস রিপোর্টার

১৬ আগস্ট ২০২০, রবিবার, ৮:৪৩ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা উঠলেই খেলতে পারবেন সাকিব আল হাসান। ক্রিকেটাঙ্গনে এমন আলোচনা বেশ কয়েক দিন ধরেই। আগামী ২৯শে অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হবে সাকিবের। তবে প্রশ্ন ছিল এক বছর ধরে খেলার বাইরে থাকা এই শীর্ষ অলরাউন্ডারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলাবে কিনা! অবশেষে সেই প্রশ্নের উত্তর সরাসরি দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন সাকিব  খেলতে পারবেন। তবে এ জন্য তাকে ফিটও থাকতে হবে। গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘তার (সাকিব) সঙ্গে কী কথা হলো তা বলবো না। যখনই তার নিষেধাজ্ঞা উঠে যাবে, সে আমাদের সঙ্গে খেলতে পারবে। তখন থেকেই সে অ্যাভেলেবল। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি সে কবে ফিরবে। তবে এটার সঙ্গে তার ফিটনেস এবং তার প্রস্তুতির ব্যাপার আছে। সেজন্য ও ওর মতো করে অনুশীলন করবে। এ মাসেই সে চলে আসবে এবং অনুশীলন করবে। আশা করছি, সে ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় জয়েন করতে পারবে এবং খেলতে পারবে।’

তবে সাকিবকে নিয়ে যে এখনো সরাসরি বিসিবি কিছু বলতে পারবে না তাও জানিয়েছেন তিনি। ফিকশ্চারের সঙ্গে যোগাযোগের অভিযোগে আইসিসি সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। তবে সেখানে এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। যদি তিনি কোনো নিয়ম ভাঙেন সেই ক্ষেত্রেই পুরো দুই বছরই থাকতে হবে মাঠের বাইরে। তবে সাকিব এখন পর্যন্ত তেমন কিছু করেননি তাই এক বছরেই শেষ হচ্ছে তার নিষেধাজ্ঞা। যদিও এখনো ভয় আছে। এ নিয়ে নাজমুল হাসান বলেন, ‘সাকিবকে নিয়ে বেশি নিউজ করতে যাবেন না। ওর শর্তের মধ্যে কিন্তু এটাও আছে। এমন কিছু করতে পারবে না খেলাধুলা নিয়ে যেটা মিডিয়ায় আসতে পারে। ও আমাদের কিছুর সঙ্গে থাকতে পারবে না। ও যদি পাড়ায় ক্রিকেট খেলতে যায় খেলতে পারবে। উদাহরণ হিসেবে বললাম।’ সাকিব দেশে ফিরলে তার সব কিছুই দেখা হবে বলে জানান বিসিবি সভাপতি। একরকম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তাকে। তিনি বলেন, ‘আমরা এখন থেকেই তাকে দেখবো। আমাদের কোনো ফিজিও ওয়ান টু ওয়ান তাকে দেখতে পারবে। আমরা তার ফিটনেস টেস্টও নেবো।

ভ্যাকসিন না এলে ঢাকা লীগ-বিপিএল অনিশ্চিত
মার্চ থেকেই ক্রিকেটাররা অপেক্ষায় আছেন স্থগিত হওয়া ঢাকা লীগ শুরুর। তবে বিসিবি সভাপতির বক্তব্যে লীগ নিয়ে দেখা দিয়েছে আরো অনিশ্চয়তা। করোনা পরিস্থিতির উন্নতি না হলে বা ভ্যাকসিন না এলে লীগ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিসিবি সভাপতি বলেন, ‘এতে দুটি বিষয়। এক, করোনা পরিস্থিতি যদি উন্নতি করে। দ্বিতীয়ত, ভ্যাকসিন এলে। এই দুইটা ছাড়া লীগ চালু করার যৌক্তিকতা দেখি না। এক দুইটা দেশ ট্রাই করছে খেলা ফেরানোর। ইংল্যান্ড ছাড়া কোথাও খেলা হচ্ছে না। আমরা সাহস দেখাতে গিয়ে এখন বিপদ ডেকে আনবো না। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ক্ষেত্রে একই কথা।’

নিরাপদ বলেই শ্রীলঙ্কা সফর
করোনা মহামারির এখনো পরিবর্তন হয়নি। ঝুঁকি ও ভয় রয়েই গেছে। এরপরও বিসিবি অক্টোবরেই শ্রীলঙ্কা সফর দিয়ে ক্রিকেট মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের দল শ্রীলঙ্কায় যাবে কারণ একটাই, আমরা কিছুদিন আগ পর্যন্ত জানি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ইজ সেইফ। ওখানে কোনো নতুন ধরা পড়ছে না। কিন্তু নিউজিল্যান্ডে আবার ধরা পড়েছে। আবার কিন্তু লকডাউন চলছে। তবে শ্রীলঙ্কায় কয়েক মাস ধরে পজেটিভ পাওয়া যাচ্ছে না। ওখানে কয়েক মাস যদি ভালো থাকে তাহলে ওখানে যাওয়াই সেইফ। এজন্য সেখানে যাওয়া নিরাপদ মনে করি।’

অস্ট্রেলিয়া ছাড়া বাতিল হওয়া সিরিজ পুনরায় আয়োজন নিশ্চিত
মার্চে সব ধরনের ক্রিকেট স্থগিত হওয়ার পর থেকে একের পর বাতিল হয়েছে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট সূচি। তবে সব খেলা আবারো আয়োজনের চেষ্টা করছে বিসিবি। বেশ কয়েকটি পুনরায় আয়োজন সম্ভব। তবে এর মধ্যে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে মেলেনি কোনো সুখবর। নাজমুল হাসান বলেন, ‘আমরা অলরেডি বেশ কয়েকটি সূচি মিস করে ফেলেছি। আমাদের এখানে অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডের আসার কথা ছিল। পাকিস্তানের সঙ্গে একটা টেস্ট বাকি আছে। আয়ারল্যান্ড সফরও আছে। আমরা কবে খেলবো না খেলবো, মোটামুটি সবকিছুর শিডিউল প্রস্তুত করে ফেলেছি। খেলাগুলো বাদ যাচ্ছে না। শুধুমাত্র  আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো কিছু নিশ্চিত করতে পারেনি। কারণ শুধু আমাদের না, ওদের সঙ্গেও টাইমিং মেলাতে পারছি না। ওইটা ছাড়া প্রত্যেকটা আমরা খেলতে পারবো।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status