খেলা

কুটিনহো শিরোপা জিতলে লিভারপুলকে ৫ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সার

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট ২০২০, রবিবার, ৮:৪২ পূর্বাহ্ন

লিভারপুল থেকে ২০১৮ সালে ফিলিপে কুটিনহোকে কিনে নেয় এফসি বার্সেলোনা। রেকর্ড ১৬০ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে বার্সায় যোগ দিয়ে কাতালানদের প্রত্যাশা মেটাতে পারেননি এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এক মৌসুম পরই কুটিনহোকে ধারে বায়ার্ন মিউনিখে পাঠিয়ে দেয় কাতালানরা। শুক্রবার ৮-২ ব্যবধানে বিধ্বস্ত হওয়া ম্যাচে বায়ার্ন মিউনিখের তিন গোলে সরাসরি অবদান রাখেন কুটিনহো। ৭৫তম মিনিটে নাব্রির বদলি হিসেবে খেলতে নেমে এক অ্যাসিস্ট ও নিজে দুই গোল করেন তিনি। তবে এখানেই শেষ নয়। কুটিনহো আরো বড় লজ্জা ও ক্ষতির কারণ হতে পারেন বার্সেলোনার জন্য। বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে কুটিনহো যদি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতে নেন তাহলে লিভারপুলকে ৫ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সেলোনার।
২০১৮ সালে লিভারপুল থেকে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেয়ার সময় কুটিনহো ছিলেন অলরেডদের মধ্যমাঠের প্রাণভোমরা। দলের সেরা তারকাকে তাই ছাড়তে চাইছিল না লিভারপুল। তবে কুটিনহো ক্লাব ছাড়তে চাইলে তাতে বাঁধা দেয়নি তারা। সেসময় চুক্তিপত্রে শর্ত হিসেবে লিভারপুল জুড়ে দেয়, বার্সেলোনার সঙ্গে চুক্তির এই পাঁচ বছরে কুটিনহো চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতলে লিভারপুলকে কাতালানদের দিতে হবে ৫ মিলিয়ন ইউরো। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার ধারে বায়ার্ন মিউনিখে খেললেও অফিসিয়ালি তিনি বার্সেলোনার খেলোয়াড়।
করোনাভাইরাসের প্রভাবে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বার্সেলোনার। যার প্রভাবে এখনো ইন্টার মিলান থেকে দলে ভেড়াতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজকে। অন্যদিকে কুটিনহোকে হারিয়েও ক্ষতি হয়নি লিভারপুলের। ব্রাজিলিয়ান তারকাকে বিক্রির অর্থ দিয়ে তারা দলে ভেড়ায় ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও গোলরক্ষক অ্যালিসন বেকারকে। সেবার লিভারপুল জিতে নেয় চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। আর এবার ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা ওঠে লিভারপুলের ঘরে।
কাতালানদের বিপক্ষে দুই গোল ও এক অ্যাসিস্ট করার পর কুতিনহো উদযাপনের মাত্রা ছাড়াননি ঠিকই। তবে তিনি যে মোটেও অনুতপ্ত নন সেটা জানিয়ে দিয়ে বলেন, ‘আমরা সেমিতে উঠেছি। আমি ভীষণ আনন্দিত।’ বার্সেলোনায় ৫৪ ম্যাচে ১১ গোল করেছিলেন কুতিনহো। ধারে বায়ার্নে আসার পর ছন্দে ফিরেছেন তিনি। ২৩ লীগ ম্যাচে ৮ গোল ও ৬ অ্যাসিস্ট এবং চ্যাম্পিয়ন্স লীগে সমান ৩ গোল ও অ্যাসিস্ট করেছেন সাবেক লিভারপুল মিডফিল্ডার। ধারে আলিয়াঞ্জ অ্যারেনায় আসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লীগ শেষে বার্সেলোনায় ফিরবেন কুতিনহো। কাতালানরা দ্বিতীয়বার তাকে সুযোগ দেবে নাকি বিক্রি করে দেবে সেটাই দেখার বিষয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status