খেলা

ক্রীড়াঙ্গনে জাতীয় শোক দিবস পালন

স্পোর্টস রিপোর্টার

১৬ আগস্ট ২০২০, রবিবার, ৮:৪১ পূর্বাহ্ন

ক্রীড়াঙ্গনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শোক দিবসের কর্মসূচি শুরু করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এরপর বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে শরিক হন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় ও গরিব- দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন লড়াই করেছেন। তিনি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেননি। নানা ধরনের জেল-জুলুম এবং অত্যাচার সহ্য করে তিনি বাঙালির অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি এক যুগেরও বেশি সময় কারাগারে অন্তরীণ ছিলেন। তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত, শোষিত ও অধিকারবঞ্চিত মানুষের অনুপ্রেরণার এক অনিঃশেষ উৎস।’

ফুটবল ফেডারেশন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোরআনখানি, মিলাদ এবং বাদ জোহর এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে। কোরআনখানি এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, বাফুফে সদস্য আমিরুল ইসলাম বাবু, অমিত খান শুভ্র, মাহফুজা আক্তার কিরণ এবং সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ। এ ছাড়াও কে স্পোর্টস-এর ব্যবস্থাপনা পরিচালক ফাহাদ করিম, তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান মানিক, রহমতগঞ্জ এমএফএস-এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সবুজ, আরকিউ ফাউন্ডেশনের সিইও রেজাউল করিম ও আজমপুর ফুটবল ক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান মানিক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুরে কোরআনখানি এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জিমন্যাস্টিকস্‌ ফেডারেশন
বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং তার পরিবারের শহীদদের স্মরণ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আহমেদুর রহমান এবং খেলোয়াড় ও কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status