বাংলারজমিন

সীতাকুণ্ডে দুই ইউপি সদস্যসহ ৭ জনকে কুপিয়ে জখম

সীতাকুণ্ড (চট্টগ্রাম ) প্রতিনিধি

১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৫:৫৩ পূর্বাহ্ন

সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ২ ইউপি সদস্যসহ ৭জনকে কুপিয়ে জখম করেছে আজম মেম্বার ও সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান রুবেল ও সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের অর্থ সম্পাদক জাহেদুল ইসলামের নেতৃত্বে ১২/১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। অতর্কীত হামলা চালিয়ে ইউপি সদস্য কপিল, নাছির ও এয়াকুবসহ ৭জনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দীন বাদী হয়ে ছাত্রলীগের চার নেতাসহ ৮জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১৫/২০জনের নামে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, আজম মেম্বার ও ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রুবেল ও ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলামের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র-দিয়ে  ২ মেম্বারসহ ৭ জনকে কুপিয়ে জখম করে। আহতরা হলেন- যুবলীগ নেতা আলাউদ্দীন  মেম্বার কপিল উদ্দীন  মেম্বার এয়াকুব, নাছির উদ্দীন , নাছির জামাল, শহিন, ওসমান, দিদার, পলাশ দাস, নুরুউদ্দীন।
উল্লেখ্য, গত ২৮ জুন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সরকারি গাছ কাটা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বরাবরে উক্ত ইউনিয়নের ৭মেম্বার একত্রিত হয়ে সোনাইছড়ি ইউনিয়নের  চেয়ারম্যানকে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনির আহাম্মদকে অভিযুক্ত করে একটি অভিযোগ করেন। ঘটনাটি তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্টি একটি তদন্ত কমিটি গঠন করেন ইউএনও। গত ৯ আগস্ট তদন্ত কমিটির সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম, সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূইয়া,পরিসংখ্যা কর্মকর্তা  সৌরভ পাল মিটুন ঘটনার স্থল পৌছানোর পূর্বে সকাল ১১টার দিকে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।
সীতাকুণ্ড মডেল থানার এসআই রফিক জনান, অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status