বাংলারজমিন

রামগঞ্জে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৩:৩১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে সোমবার বিকেলে সম্মিলিত গ্রামবাসীর উদ্যোগে ফতেহপুর-লামচর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামবাসী হাজী সহিদ ড্রাইভার, রফিক উল্যাহ, আব্দুল কাদের, রেহানা, খোরশেদা বেগম সহ কয়েকজন বলেন,এলাকাবার চিহিৃত সন্ত্রাসী মিঠু দীর্ঘ কয়েক দিন থেকে ঢাকার সদড় ঘাটের কাপড় ব্যবসায়ী ফতেহপুর গ্রামের আহসান উল্যাহর পুত্র আনিসুর রহমানের কাছে চাঁদা দাবী করে আসছে। উক্ত টাকা না দেওয়ায় মিঠু এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ফারুক, কামরুল, খোকন সহ ৮/১০জনের গ্রুপ পরিকল্পিত ভাবে ৪ আগস্ট ফতেহপুর ব্রিজের গোড়া এবং ৯ আগস্ট মুন্সী মসজিদ বাড়িস্থ ব্যবসায়ী আনিসুর রহমানের এবং পাশ^বর্তি বাড়ির তার শ^শুর হারুনের বসতঘরে হামলা করে। সৃষ্ট ঘটনায় আনিসুর রহমানের শ^শুর হারুনুর রশিদ বাদী হয়ে সোমবার লক্ষ্মীপুর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল,রামগঞ্জ আদালতে ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করলে আসামীরা ক্ষীপ্ত হয়ে উঠে। ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, একের পর এক আমার ও আমার স্বজনদের উপর এবং বসতঘরে হামলা করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকের কুরুচিপুর্ন প্রচার করা হচ্চে। এতে গ্রামবাসী আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি কামনা করতে মানববন্ধন করে। এব্যাপারে বারবার যোগাযোগ করে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মোহাম্মদীয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মো. এমদাদ হোসেন জানান, বিষটি নিয়ে খুব শীঘ্রই একটি সাড়াশি অভিযান চালানো হবে এবং অপরাধী যত শক্তিশালীই হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status