দেশ বিদেশ

ডিএনসিসিতে মশকনিধন অভিযান

স্টাফ রিপোর্টার

৯ আগস্ট ২০২০, রবিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে এডিস মশা নিয়ন্ত্রণে বছরব্যাপী মশকনিধন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সকাল থেকে তৃতীয় ধাপের চিরুনি অভিযান শুরু করে ডিএনসিসি। ১০ দিন ব্যাপী অভিযানের প্রথম দিনে ৫৪টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ১২ হাজার ৭৩৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৮৭টি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তার উপযোগী ৭ হাজার ৩০১টি বাড়ি/স্থাপনা শনাক্ত করা হয়। এ সময়  ১ লক্ষ ২৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য অফিসার মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,  উত্তরা, অঞ্চল-১ এর অধীনে ৭৯৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১২টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এতে ৬টি মামলায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ৬৮৭টি বাড়ি/স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। মিরপুর, অঞ্চল-২ এর অধীনে ২ হাজার ৪১৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৩টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ২৩৫টি স্থানে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার জন্য ৫টি মামলায় মোট ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। মহাখালী, অঞ্চল-৩ এর অধীনে ১ হাজার ৬১৪টি স্থান পরিদর্শন করে ৩৮টিতে এডিস মশার লার্ভা এবং ৯৭৫টি স্থানে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status