বাংলারজমিন

দোহারে স্বর্ণের দোকানে চুরি

দোহার প্রতিনিধি

৮ আগস্ট ২০২০, শনিবার, ৪:২৮ পূর্বাহ্ন

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি হাসপাতাল রোড ও হাইস্কুল মার্কেটের সেতু অলংকারে চুরির ঘটনা ঘটেছে । জানা যায়, বৃহস্পতিবার প্রতিদিনের মত রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে দোকানের কর্মচারী প্রদীপ দাশ। শুক্রবার যথারীতি ওই মার্কেটে সাপ্তাহিক সব স্বর্ণের দোকান বন্ধ ছিল। শনিবার সকাল ৯ টায় দোকানের কর্মচারী প্রদীপ এসে দোকান খুলে দেখে দোকানের পিছনের ভ্যান্টেলিটার খুলে ভিতরে প্রবেশ করে দুটি সিন্ধুক ভেঙ্গে সারে আটভরি স্বর্ণ নিয়ে যায় চোরেরা। এছাড়া ১২০ ভরি রুপা ও খোয়া যায়। এ বিষয়ে সেতু অলংকার এর মালিক প্রদীপ কুমার দাশ বলেন, আমার এর আগেও চুরি হয়েছে। এছাড়া কয়েববার প্রতারনারও স্বীকার হয়ে স্বর্ণের খোয়ার ঘটনাও ঘটেছে দোকান থেকে। তিনি আরও বলেন সম্প্রতি বাড়ির স্বর্ণ দোকানে রেখে মানিকগঞ্জ বেড়াতে গিয়েছিলাম দু দিন আগে। এসে দেখি সব শেষ। তবে সম্প্রতি মার্কেটের পার্শবর্তি মুক্তিযোদ্ধা মার্কেটের পাশে বালুর মাঠে, প্রায় ২৫/৩০ টি দোকান গড়ে ওঠায় সেখানেও পাহাড়া দিতে পারে মার্কেটের নৌশপ্রহরী নুর মোহাম্মাদ ও দৌলুদ্দিন। সে কারনে এ ঘটনায় কোন সুরক্ষা পেল কিনা চোর চক্র সেটাও অনুসন্ধান করবে পুলিশ। এর আগে গতমাসে চাকরি ছেড়ে দেয় আরশেদ নামে আরেক নৌশপ্রহরী।
এ বিষয়ে জয়পাড়া সরকারি হাসপাতাল রোড ও হাইস্কুল মার্কেট ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক নুরু মোল্লা বলেন, আমি এখনো কোন মন্তব্য করতে চাইনা। তবে আমার কোন নৌশপ্রহরী বালুরমাঠে পাহাড়া দেয় না। তবে নৌশপ্রহরী নুর মোহাম্মদ জানায় আমাদের দৌলদ্দিন বালুর মাঠেও পাহাড়া দেয় মিটির কথায়। তবে মুল বাজার রেখে যারা সমিতির অন্তভুক্ত নয় সেখানে কেন পাহারা হল সেই জবাব দিতে পারেনী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নুরু মোল্লা। এতে, দায় এড়াতে পারেনা মার্কেটের কমিটি। এতে করে বাজারের দোকানদাররা নিরাপত্তা হীনতার সঙ্কা প্রকাশ করছে। বাজার কমিটির উদাশিনতায় এমন ঘটনা দুঃখজনক বলছে বাজারের অনেক ব্যবসায়ী। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানার এসআই মো. কামরুল হাসান। তিনি বলেন আশেপাশে সিসি ক্যামেরা আছে যেহেতু তাতে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বের হয়ে আসতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status