বাংলারজমিন

বাসাইলে বিদ্যুৎষ্পৃষ্টে একের পর এক প্রানহানী, নজর নেই কর্তৃপক্ষের

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

৮ আগস্ট ২০২০, শনিবার, ২:৪৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে একের পর এক প্রাণহানীর ঘটনা ঘটছে। এতে স্থানীয় কর্তৃপক্ষের কোন নজরদারীই নেই। এবছর ৭আগষ্ট পৌরএলাকায় ‘টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতির বাসাইল জোনাল অফিস’ থেকে মাত্র আধা কি.মি. দূরে গোবিন্দ  সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিদ্যুতের তারে জরিয়ে এক দিনমুজুর, ৩১শে জুলাই উপজেলার  কাউলজানী ইউনিয়নের গিলাবাড়িতে বিদ্যুতস্পৃষ্টে নৌকা ডুবে মা-ছেলেসহ পাঁচজন, ২৩শে জুলাই ফুলকি ইউনিয়নের ফুলকী বিলে বিদ্যুতের তারে জরিয়ে ষষ্ঠশ্রেনীর এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাত্র দুই সপ্তাহে ৭ জনের মৃত্যুতে বাসাইলের সর্বস্তরের লোকজনের মধ্যে বিদ্যুৎ কর্তৃপক্ষের নানা গাফিলতি নিয়ে  ক্ষোভ এবং নানা আলোচনা সমালোচনা চললেও স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকা পালন করছে।

বাসাইল পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানাযায়, উপজেলায় ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় বোরো ধানচাষে আনুমানিক ১২ শতাধিক বিদ্যুৎ চালিত সেচপাম্পের সংযোগ দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন বিল অথবা চকের উপর দিয়ে বিদ্যুতের মেইন লাইনের সংযোগ টাঙ্গানো হয়েছে।
স্থানীয়রা জানান, নিচু এলাকা হওয়ায় প্রতিবছরই বর্ষার পনিতে এসব বিল এবং  চকের উপর দিয়ে টাঙ্গানো বিদ্যুতের অধিকাংশ তারগুলি পানি ছুঁইছুঁই করে। বর্ষা মৌসুমে সেচপাম্পের সংযোগগুলি বিচ্ছিন্ন অথবা মেইন লাইনের তার হতে ঝুকিপূর্ন সংযোগগুলি বন্ধ করার জন্য প্রতিবছরই স্থানীয় বিদ্যুৎ অফিসে ধরনা দিলেও এসব বিষয়ে তাদের কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়না। তারা বলেন, বর্ষা মৌসুমে স্থানীয় পল্লী বিদ্যুতের লোকেরাই বিল অথবা চকের নিচু তারগুলি টেনে উপরে তুলে দেবে অথবা ঝুঁকিপূর্ণ তারগুলির সংযোগ বিচ্ছিন্ন করবে। গ্রাহক হিসেবে তাদের কাছে আমাদের এটাই প্রাপ্য।

কাউলজানী ইউপি’র ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. রুবেল মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনার পর সম্প্রতি বিদ্যুৎ অফিসের লোকজন তারগুলি টেনে উঁচু করেছে। এই কাজগুলি প্রতিবছর পানি আসার আগেই তারা যদি করতো তবে এতো প্রানহানীর ঘটনা ঘটতো না।  ফুলকী ঝনঝনিয়া ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাহমুদুল হাসান বলেন, খুঁটি থেকে তারগুরি ঝুলে থাকার কারনে নৌকা চলাচলের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনা ঘটছে। তারগুলি টেনে সোজা করলে এসব দুর্ঘটনা ঘটতো না। বিদ্যুৎ বিভাগের উচিত প্রতি বছর বর্ষা মোৗসুমে তারগুলি টেনে সোজা করা।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুননাহার স্বপ্না বলেন, ঝুকিপূর্ন এলাকাগুলিতে নৌকা চলাচলের সময় বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিদ্যুতের সংযোগ বন্ধ রাখছি। গতকাল স্কুল সংলগ্ন দুর্ঘটনায় দিনমুজুর বিদ্যুৎস্পৃষ্টের বিষয়টি তদন্ত করছি। শুকনো মৌসুমে তারগুলি টেনে অথবা আরো উঁচুতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
পল্লীবিদ্যুতের বাসাইল জোনাল অফিসের ডিজিএম কাজী মো. শওকতুল আলম বলেন, অতি ঝুঁকিপূর্ণ সংযোগগুলি আমরা বন্ধ করে দিয়েছি এবং ঝুঁকিপূর্ণ সংযোগে লাল নিশান, সাইনবোর্ড টেনে দিয়েছি। জনসচেতনতায় মাইকিং চলছে প্রতিদিন। পানি নেমে গেলে আরো উঁচু করার জন্য আমরা পদক্ষেপ নেব। আশা করছি ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুন:রাবৃত্তি ঘটবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status