খেলা

উপহার পেলো ঐক্যবাংলার কিশোর ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার

৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

করোনাকালে খুবই অসহায় অবস্থায় পড়েছেন দেশের তৃণমূলের ফুটবলাররা। খেলা নেই, তাই তাদের কষ্টেরও শেষ নেই। করোনাকালে প্রত্যন্ত জেলার ফুটবলারদের আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ক্লাবস এসোসিয়েশনের সভাপতি ও সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মো. রুহুল আমিন। সহায়তা পেয়েছে পাইওনিয়ার ফুটবল লীগের ক্লাবগুলোও। সম্প্রতি সেই অর্থ কিশোর ফুটবলারদের হাতে তুলে দিয়েছেন ঐক্যবাংলা ক্রীড়া চক্রের সভাপতি, সমাজসেবক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুলতান মাহমুদ ফরহাদ। ডেমরার আমুলিয়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ তুলে দেয়া হয় ১০ জন ফুটবলারের হাতে। এ সময় ক্লাবের সম্পাদক সিরাজুল হক বেনু, দলের ম্যানেজার আবদুল মোমিন ও ক্লাব প্রতিনিধি আনিসুর রহমান উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ বলেন, ‘অর্থের পরিমাণ যাই হোক না কেন, কিশোর এই ফুটবলাররা তা পেয়ে খুব খুশি। ধন্যবাদ ক্লাবস এসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন ভাইকে। ভবিষ্যতেও আমাদের মতো ছোট ক্লাবের প্রতি তিনি সদয় হবেন বলে আমাদের বিশ্বাস।’ তিনি যোগ করেন, ‘আগামীতে আমরা আরো ভালো মানের দল গড়বো। কিশোর ফুটবলারদের জন্য সব রকম সহযোগিতা করবো আমি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status