অনলাইন

আকস্মিক জোয়ারে চাঁদপুরে বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘরবাড়ি

চাঁদপুর প্রতিনিধি

৫ আগস্ট ২০২০, বুধবার, ৮:৩৭ পূর্বাহ্ন

আকষ্মিক জোয়ারের পানিতে চাঁদপুরের হাইমচর উপজেলার  মহজমপুর, চরভাভাঙ্গা এলাকায় চাঁদপুর সেচ প্রকল্পের বন্যানিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে গেছে, বন্যা নিয়ন্ত্রন (বেড়ীবাঁধ) বাঁধ ভেঙ্গে সেচ প্রকল্পে জোয়ারের পানি প্রবেশ করায় সমগ্র হাইমচর উপজেলা সহ সেচ  প্রকল্প এলাকা তলিয়ে যাচ্ছে।
এছাড়া অস্বাভাবিক জোয়রের ফলে হাইমচরের সিআইপি বেড়িবাঁধ বাহিরের এলাকা সহ চরঞ্চল এলাকা পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, আকস্মিক এবং অস্বাভাবিক জোয়ারের ফলে পানি বৃদ্ধি পাওয়ায়  হাইমচর মহজমপুর, চরভাঙ্গা স্থানে  বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে সেচ প্রকল্প এলাকায় জোয়ারের পানি প্রবেশ করছে। ভাঙ্গন এলাকা বাঁধ নির্মানে আমরা জরুরী ব্যাবস্থা গ্রহন করছি। বেড়িবাঁধ  বাহিরে থাকা ঘর বাড়ি, ফসলী জমি, মাছের ঘপর, ঝিল, পুকুর, ঘর বাড়ী হাট বাজার এবং বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status