বিনোদন

আলাপন

চলচ্চিত্রের জন্য প্রস্তুত নই -তাসনিয়া ফারিন

স্টাফ রিপোর্টার

৫ আগস্ট ২০২০, বুধবার, ৯:৪০ পূর্বাহ্ন

চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। এখনো ঈদের ছুটিতে আছেন তিনি। গতকাল পরিবারের সবাইকে নিয়ে উড়াল দিয়েছেন সমুদ্রবন্দর কক্সবাজারে। সেখানে নিজের মতো করে সময় কাটাবেন বলে জানান তিনি। ফারিন বলেন, বাবার ছুটি কম। তাই বেশি দিন বেড়ানো যাবে না। তিনদিন এখানে থাকবো। তারপর ঢাকায় ফিরবো। ঈদের ছুটি শেষে শুটিংয়ে ফেরা নিয়ে কী ভাবছেন? উত্তরে তিনি বলেন, শুটিংয়ে কবে ফিরবো জানি না। এখনো শুটিং করা রিস্ক মনে হয়। ঈদের জন্য কাজ করেছি অনেক বেছে বেছে। কিন্তু এখন আর রিস্ক নিতে চাই না। নিজের ক্যারিয়ারের জন্য ভালো হয় যদি এমন কোনো নাটক পাই তাহলেই শুধু কাজ করবো। ঈদের সময় দর্শকের প্রত্যাশা বেশি থাকে। বলতে পারি, দর্শকের কথা ভেবেই কিছু নাটকে কাজ করেছি। ঈদে আপনার অভিনীত নাটকের সংখ্যা কত? উত্তরে ফারিন বলেন, ঈদে আমার অভিনীত নাটকের সংখ্যা পনেরটি। তবে এরমধ্যে পাঁচটি নাটকের শুটিং করোনা পরিস্থিতির আগে করেছি। সাধারণ ছুটির পরে শুটিং করেছি দশটি নাটকের। ঈদের নাটকগুলোর মধ্যে কোন কোন নাটকের জন্য দর্শকের বেশি সাড়া পাচ্ছেন? ফারিন বলেন, এখনো সব নাটক প্রচারে আসেনি। তবে প্রচারিত নাটকগুলোর মধ্যে সঞ্জয় সমাদ্দারের ‘যে শহরে টাকা উড়ে, মিজানুর রহমান আরিয়ানের ‘জানবে না কোনো দিন’ ও কাজল আরেফিন অমির ‘মাস্ক’ নাটকের জন্য বেশ সাড়া পাচ্ছি। আরো কয়েকটি পছন্দের নাটক আছে। প্রচার হওয়ার পর বুঝতে পারবো দর্শকের প্রতিক্রিয়া কেমন। টিভি নাটকের বাইরে এই ফারিনের ডাক পড়েছে বড়পর্দায়ও। কিন্তু সে ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। বড়পর্দায় ফারিনকে কবে দেখা যাবে? উত্তরে তিনি বলেন, আমি চলচ্চিত্রের জন্য প্রস্তুত নই। আমার কাছে একটি ছবির প্রস্তাব এসেছিলো। কিন্তু আমি বিনয়ের সঙ্গে না করেছি। আমার যতক্ষণ আত্মবিশ্বাস না জন্মে ততক্ষণ আমি সেই কাজ করি না। আমি যখন নিজেকে উপযুক্ত মনে করবো তখন চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত নেবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status