অনলাইন

বাংলাদেশে ভ্যাকসিন পরীক্ষার প্রস্তাব চীনা কোম্পানি সিনোভ্যাকের

অনলাইন ডেস্ক

৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৩:১১ পূর্বাহ্ন

করোনাভাইরাস ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা বাংলাদেশে চালাতে চায় চীনা বেসরকারি কোম্পানি সিনোভ্যাক। বাংলাদেশে কোভিড-১৯ হাসপাতালে কাজ করা স্বাস্থ্যকর্মীদের ওপর এ পরীক্ষা চালাতে আইসিডিডিআরবি’র মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব দিয়েছে তারা। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের কাছে আইসিডিডিআরবি’র একটি প্রতিনিধি দল প্রস্তাবটি তুলে দেন। প্রতিনিধি দলটির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সংবাদ ব্রিফিং এ তথ্য জানান স্বাস্থ্য সচিব।

ব্রিফিংয়ে আব্দুল মান্নান বলেন, চীনের বেসরকারি কোম্পানি সিনোভ্যাক এরই মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের দু’দফা পরীক্ষা সম্পন্ন করেছে। তাদের তৃতীয় পরীক্ষা বাংলাদেশে কোভিড-১৯ হাসপাতালে কাজ করা স্বাস্থ্যকর্মীদের ওপর চালাতে চায়। স্বাস্থ্য অধিদপ্তর হয়ে আইসিডিডিআরবি’র মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব এসেছে। আমরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো। যদি ইতিবাচক কিছু মনে হয় তবে উচ্চপর্যায়ে আলোচনা করে আইসিডিডিআরবিকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

স্বাস্থ্য সচিব আরও বলেন, আমরা খোঁজ-খবর নিয়ে জেনেছি চীনের সিনোভ্যাক বায়োটিক ওষুধ কোম্পানির সঙ্গে দেশটির সরকারের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। ওই কোম্পানির তৈরি ভ্যাকসিন দু’বার চীনে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে সফল হয়েছে। সেটা বিবেচনায় রেখে সবকিছু যদি সন্তোষজনক হয় তবে আমাদের দেশের স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগের জন্য আইসিডিডিআরবি’র মাধ্যমে ভ্যাকসিনটি পরীক্ষার অনুমোদন দেয়া হবে।

আব্দুল মান্নান বলেন, যাদের কাছ থেকে ভ্যাকসিন নিয়ে যত দ্রুত পরীক্ষা করাতে চাই না কেন, তাতেও প্রক্রিয়া সম্পন্ন হতে কমপক্ষে ৬ মাস লাগবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status