অনলাইন

অনমনীয় চীন, ভেস্তে গেল সেনাপ্রধানদের বৈঠক

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২ আগস্ট ২০২০, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

সামরিক চুক্তি অনুযায়ী  দু'দেশের  নিয়ন্ত্রণ রেখার প্যাংগং সো এবং ডেপসাং থেকে সেনা প্রত্যাহার করেনি চীন।  তাই  ভারত শুধু এই অঞ্চলগুলোতে বিপুল সেনা মোতায়েনই  করেনি,  দু'দেশের আঞ্চলিক সেনাপ্রধানদের যে বৈঠকটি হওয়ার যথা ছিল ৩০শে জুলাই তা  বাতিল করা হয়েছে।  আগামী সপ্তাহে ১৪ নম্বর ব্যাটালিয়ন এর কোর কমান্ডার  লেফটেন্যানট  জেনারেল হারিনদের  সিং এবং সাউথ জিনজিয়াং এর সেনাপ্রধান মেজর জেনারেল লিউ লিং এর  বৈঠকটি হবে কিনা তাও অনিশ্চিত।  চীন যেভাবে অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা সাজিয়েছে তাও ভারতের শিরোপীড়ার  কারণ।  গোগরাতেও পেট্রোলিং পয়েন্ট সেভেন্টিনে  থেকেও চুক্তি অনুযায়ী তারা সেনা প্রত্যাহার করেনি।  শুধুমাত্র গালওয়ান ভ্যালির পেট্রোলিং পয়েন্ট ফোরটিন  এবং হট স্প্রিং এর  পেট্রোলিং পয়েন্ট ফিফটিন থেকে সেনা সরিয়েছে  চীন।  ফিঙ্গার ফোর থেকে এইইএই আট কিলোমিটার স্ট্রেচ এখনো চীনা দখলে।  অথচ চুক্তি অনুযায়ী এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের কথা ছিল চীনের। ভারতীয় সেনাবাহিনীর চাইনিস স্টাডি গ্রুপের রিপোর্ট অনুযায়ী হয় চীন চুক্তির শর্তগুলো সম্পর্কে নিশ্চিত হতে পারেনি  নয়তো তারা শীতের স্ট্রাটেজিক সময়ের জন্যে অপেক্ষা করছে।  ভারত অবশ্য কোনও ঝুঁকি নিতে চায়নি।  ওয়েস্টার্ন সেক্টরে লাদাখ,  মিডল সেক্টরে উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশ ও  ইস্টার্ন সেক্টরে  সিকিম এবং অরুনাচল প্রদেশের  তিনহাজার চারশো অষ্টআশি কিলোমিটার এর নিয়ন্ত্রণ রেখায়  সেনা সমাবেশ করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status