অনলাইন

সিলেটে ঈদ জামাতে করোনা থেকে মুক্তি কামনা করে দোয়া

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১ আগস্ট ২০২০, শনিবার, ১১:২৯ পূর্বাহ্ন

এবার সিলেটে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত  হয় ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) দরগাহে। সকাল ৮ টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে সিলেটের রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। স্বাস্থ্য বিধি মেনে মসজিদের ভেতরে নামাজ আদায় করলেও বিপুল সংখ্যাক মুসল্লি উপস্থিত হওয়ার কারনে মাজার চত্বর ও প্রধান রাস্তা পর্যন্ত কয়েক হাজার মুসল্লী এক সঙ্গে নামাজ আদায় করেন।  এদিকে- ঈদের জামাত শেষে মুসল্লিরা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। পাশাপাশি করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার প্রার্থনা করা হয়। দরগাহ মসজিদের ঈদ জামাতে ইমামতি করেন হাফিজ হযরত মাওলানা আসজাদ আহমদ। এছাড়া সিলেটের প্রতিটি পাড়া ও মহল্লার মসজিদে স্বাস্থ্য বিধি মেনে একাধিক জামাতের আয়োজন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status