কলকাতা কথকতা

কলকাতা কথকতা

কোরবানির ঈদে কলকাতায় এবার পশুর হাট বসছে না, করোনার থাবা উৎসবেও

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ১১:৫৪ পূর্বাহ্ন

অন্যবার এই সময় পশুর মেলা বসে যায় ৷ জাকারিয়া স্ট্রিটে নাখোদা মসজিদের পাশে বিক্রি হয় এক- দু' লাখের দুম্বা৷ নারকেলডাঙার ক্যানেল ইস্ট রোডে ছাগল হাটে পাঁঠা কেনার লাইন এবার অদৃশ্য৷ দ্বিতীয় হুগলি সেতু দিয়ে উটের সারি আসছে না ৷ তুলতুলে লোমওয়ালা ভেড়ার পালও নেই ৷ করোনার কারণে এবার কোরবানির ঈদ উপলক্ষ্যে পশু বিক্রেতাদের সংগঠন প্রকাশ্যে পশু বিক্রিতে নিষেধাজ্ঞার গণ্ডি টেনেছেন ৷ তাই, এবার বসছে না পশুর হাট ৷ প্রতিবার পাঁঠা কিংবা ভেড়াকে কয়েকমাস শুধু ছোলা খাইয়ে যে গ্রামফেড মাটন তৈরি করা হয় তাও এবার হচ্ছে না ৷ কোরবানিতে উৎসর্গ হবে, কিন্তু তার জন্যে বাজার থেকে পশু কেনা যাবে না ৷ কালান্তক করোনার জন্যে জনসমাবেশ নিষিদ্ধ ৷ তাই, এবার ঈদের কেনাকাটাও নিভৃতে ৷ ধর্মপ্রাণ মুসলমানেরা মেনে নিয়েছেন এই ফতোয়া ৷ তাঁরা জানেন, করোনার রুপ কতটা ভয়ঙ্কর !
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status