এক্সক্লুসিভ

শনাক্ত ছাড়ালো সোয়া দুই লাখ

স্টাফ রিপোর্টার

২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ৮:৫৮ পূর্বাহ্ন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সোয়া ২ লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে  আরো  ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৬৫ জনে। নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হলেন ২ লাখ ২৬ হাজার ২২৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০১ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন। গতকাল করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৪৪টি নমুনা। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৮১৭টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ।
৩৭ জনের মধ্যে হাসপাতালে মারা  গেছেন ৩৩ জন এবং বাসায় ৪ জন। এদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ১১ জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ২ হাজার ৩৩২ জন, যা ৭৮ দশমিক ৬৫ শতাংশ এবং নারী মারা গেছেন ৬৩৩ জন, যা ২১ দশমিক ৩৫ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।  
এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যু হয়েছে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১  থেকে ২০ বছরের মধ্যে ৩০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৫৯ জন এবং ষাটোর্ধ্ব ১ হাজার ৩৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনাতে ২ জন, ময়মনসিংহে ১ জন, রংপুরে ৩ জন এবং বরিশাল বিভাগে ২ জন। বিভাগভিত্তিক এ পর্যন্ত মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১ হাজার ৪৩২ জন, চট্টগ্রামে ৭২৬ জন, রাজশাহীতে ১৭৪ জন, খুলনাতে ২০৮ জন, বরিশালে ১১২ জন, সিলেটে ১৪০ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬২ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৫৫০ জন, আইসোলেশন  থেকে ছাড়া পেয়েছেন ৬৭৫ জন।  মোট আইসোলেশনে গেছেন ৪৭ হাজার ৭৭৬ জন, ছাড়া পেয়েছেন ২৮ হাজার ৭৬৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭ জন।
২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২ হাজার ৪৫১ জন, এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন ৪ লাখ ২৭ হাজার ৯৯৭ জন। ২৪ ঘণ্টায়  কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৮৬০ জন, আর এ পর্যন্ত  কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৬০৭ জন। এখন  কোয়ারেন্টিনে আছেন ৫৮ হাজার ৩৯০ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status