বিনোদন

আমার পছন্দের পাত্র আছে - ফারিয়া শাহরিন

স্টাফ রিপোর্টার

২৫ জুলাই ২০২০, শনিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

চলতি সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ২০০৭ সালে শোবিজে তার যাত্রা শুরু। তখন থেকেই মডেলিং ও অভিনয়ে নিয়মিত কাজ করছেন। তবে মাঝে পড়াশোনার জন্য মালয়েশিয়া থাকার কারণে মিডিয়া ক্যারিয়ারে বিরতি ঘটে তার। চলতি বছরে আবারো অভিনয়ে মনোযোগী হয়েছেন এই গ্ল্যামার কন্যা। আসছে ঈদে কয়েকটি নাটকে দেখা যাবে তাকে। হিমু আকরামের পরিচালনায় ‘ওস্তাদ আলী চাঁদ বকসী’ নামের একটি নাটকের মধ্য দিয়ে লকডাউনের পর শুটিংয়ে ফেরেন বলে জানান তিনি। এটি ছাড়াও ঈদে তিনি থাকছেন সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় ‘সাদা মানুষ’ ও শুভ্র খানের ‘বাট কিন্তু হোয়াট মানে ভালোবাসা’ ও তপু খানের একটি একক নাটকে। খণ্ড নাটকের বাইরে চার বছর পর এবার ঈদের একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। কাজী সাঈফের পরিচালনায় ‘মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে’ শিরোনামের ধারাবাহিকে থাকছেন তিনি। এসব নাটকে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে। ফারিয়া বলেন, আমার অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় শত শত নাটকে কাজ করা হয়ে উঠেনি। কিন্তু এবারের ঈদ উপলক্ষে আমি যে কটি নাটকে অভিনয় করেছি আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটি নাটকেই আমার চরিত্রে আমার অভিনয়ের সর্বোচ্চটাই দেবার চেষ্টা করেছি। বলতে পারি, এ কারণে আমি বেশ উচ্ছসিত। করোনা পরিস্থিতির এই সময়ের শুটিং নিয়ে ফারিয়ার কোনো অভিযোগ আছে? তার ভাষ্য, না, শুটিং স্পট নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা সতর্কতা অবলম্বন করেই শুটিং করেছেন। শুটিং স্পটের প্রত্যেকে আমরা স্বাস্থ্যবিধি মেনেই কাজ করেছি। এই সময়ে নিজের প্রতি নিজেকেই খেয়াল রাখতে হবে বলে আমি মনে করি। ক্যারিয়ারের পাশাপাশি ফারিয়া তার বিয়ে নিয়েও কথা বলেন। আগামী বছর বিয়ে করবেন বলে জানান তিনি। করোনা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আসে তাহলেই বিয়ের কাজটি শেষ করতে চান ফারিয়া। পাত্র নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার পছন্দের পাত্র আছে। কিন্তু সেটি পরিবারের মতামতের ওপর নির্ভর করছে। পরিবার থেকে যেটি সিদ্ধান্ত নেবে সেটিই মেনে নেবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status