বাংলারজমিন

কুমিল্লায় অস্ত্রসহ ৪ ডাকাত সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:৪১ পূর্বাহ্ন

কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশ বুধবার গভীর রাতে বিশেষ অভিযানে চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ষোলনল ইউনিয়নের মহিষমারা সাকিনস্থ ফাইভ স্টার ফিস ফিট ফ্যাক্টরী হইতে পঞ্চাশ (৫০) গজ দক্ষিনে কুমিল্লা টু বিপাড়া পাকা রাস্তার পার্শ্বে দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতি কালে আন্তঃ জেলা ডাকাতদলের ৪ সদস্য’কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, বুড়িচং থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও রাত্রিকালীন টহল ডিউটি করাকালে কুমিল্লা- বিপাড়া পাকা রাস্তার পার্শ্বে দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতি নেওয়ার সময় বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রসহ ৪জন আন্তঃ জেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা থানার এতাবারপুর (ওয়ারিশ বাড়ি) মৃত আরব আলী ছেলে মোঃ বাবুল হোসেন(৪৪), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ডুব্বী (প্রধানীয় মসজিদ বাড়ি) জয়নাল আবেদীন প্রধানীয়া ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩০), বরুড়া থানার মহিদপুর (মোল্লা বাড়ি) জয়নাল আবেদীন ছেলে মোঃ রবিউল আউয়াল প্রঃ জিসান (২৫), বুড়িচং থানার শিকারপুর গ্রামের মৃত রেজু মিয়া ছেলে মোঃ নুরু মিয়া (৬০) কে গ্রেফতার করা হয়।
এসময় তাদেও কাছ থেকে ১টি দেশীয় লোহার পাইপগান, ০৪ রাউন্ড কার্তুজ, ১ টি লম্বা কিরিছ, ১টি লোহার তৈরি দা, ১টি লোহার দা, ১টি স্টীলের চাপাতি, ১টি এসএস স্টীলের পাইপ, ১ টি লোহার পাইপ, ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে  বুড়িচং থানায় ডাকাতির  ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে তাদেরকে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status