বাংলারজমিন

করোনা পরবর্তী স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা দিবে সিআরপি

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:৩৮ পূর্বাহ্ন

সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি’র পক্ষ থেকে সুস্থ হওয়া করোনা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিআরপি’র সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রোকসানা পারভীন। বিজ্ঞপ্তির তথ্যমতে, করোনা সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর করোনায় আক্রান্তদের মাংস পেশির জয়েন্ট, মেরুদ-ে ব্যথা, দুর্বলতা, প্রতিবন্ধকতাসহ দৈনন্দিন কাজে অক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের অবনতিসহ নানাবিধ সমস্যা দেখা দেয়। এসব সমস্যায় ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পীচ ও ল্যাঙগুয়েজ থেরাপি, ফিজিশিয়ান পরামর্শ, কাউন্সিলিং, প্রথেটিক্স ও অর্থটিক্স এবং নার্সিং সেবার সমন্বয়ে স্বাস্থ্য ও পুনর্বাসন সেবার প্রয়োজন হয়। তাই সিআরপি করোনা পরবর্তী স্বাস্থ্য ও পুনর্বাসনের মাধ্যমে এসব রোগীদের সম্পুর্ণরূপে সুস্থ্য করার লক্ষ্যে কাজ করছে। এসব সেবা সিআরপি সাভার ও মিরপুর শাখায় পাওয়া যাবে। সিআরপির সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রোকসানা পারভীন জানান, করোনায় সুস্থ্য হওয়ার পরবর্তী সময়ে দেখা দেয়া স্বাস্থ্য ও মানসিক সমস্যা সমাধানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সিআরপি’র পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল থেকে সিআরপি’র সাভার ও মিরপুর শাখায় এসব সেবা প্রদান করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status