বাংলারজমিন

শেরপুরে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:১৭ পূর্বাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে সীমাহীন জাল-জালিয়াতি, নিয়োগ বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত জামায়াত সমর্থক বহুল আলোচিত মহিলা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের কাছে স্মারকলিপি পেশ করা হয়। ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় ইতোমধ্যে ওই অধ্যক্ষের দুর্নীতির বিষয়ে তদন্ত কার্যক্রম শেষ করা হয়েছে। তাতে অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। এখন তদন্ত প্রতিবেদন পাঠানোর পর জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন। তবে একজন অধ্যক্ষের বিরুদ্ধে এমন সীমাহীন অভিযোগ থাকার বিষয়টি খুবই দুঃখজনক- যা সেই প্রতিষ্ঠানের জন্যও অমঙ্গলকর। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও দাতা সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদস্য আয়েশা সিদ্দিকা রূপালী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, এমপিও বঞ্চিত প্রভাষক পি.আর মুহম্মদ রাহুল ও প্রভাষক যমুনা খাতুন, ভুক্তভোগী আমিরুল ইসলাম, সোহেল মিয়া প্রমুখ।
মানববন্ধনে এমপিওবঞ্চিত প্রভাষকদের স্বজন ও অন্যান্য ভুক্তভোগীরাসহ ঝিনাইগাতী উপজেলার স্থানীয় সচেতন মহল অংশ নেন। মানববন্ধন শেষে কলেজ অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status