বাংলারজমিন

গাজীপুরে প্রতিবন্ধী ব্যবসায়ীকে গুরুতর জখম, নিরাপত্তাহীনতায় পরিবার

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:১৫ পূর্বাহ্ন

গাজীপুরের এক প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর করে গুরুতর জখম এবং পরিবারের লোকজনকে খুন-জখমসহ নানা ধরনের হুমকি দেয়ায় পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে। অভিযোগটি জমা দিয়েছেন গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় বসবাসরত কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের বাসিন্দা চিরকুমার জাহিদুল ইসলাম হারিজ।
গত মঙ্গলবার ১৪ই জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করার আবেদন জানিয়ে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এর বিবরণে জানা গেছে, জাহিদুল ইসলাম হারিজ গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বসবাসরত কিশোরগঞ্জের হাজার হাজার দরিদ্র ও কর্মজীবী শ্রমিক পরিবারের অধিকার নিয়ে সবসময় সোচ্চার রয়েছেন। কিন্তু একটি সুশৃঙ্খল যুবক চক্র মালেকের বাড়ি এলাকায় নানা ধরনের অপরাধমূলক ও অসামাজিক কর্মকা-ে জড়িত রয়েছে। এতে তিনি বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তার পরিবারের সদস্য ও তার লোকজনের ওপর নানা ধরনের অত্যাচার নির্যাতন করছে ওই চক্রের লোকজন। কিশোরগঞ্জ-৩ আসন থেকে পরপর তিনবার আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত জাহিদ হোসেন হারিজ এসব অপরাধমূলক ও অসামাজিক কার্যকলাপে বাধা দিলে চক্রটি ক্ষুব্ধ হয়ে ওঠে। নানা ধরনের হুমকি দিতে থাকে। এরই অংশ হিসেবে ওই চক্রের সদস্য কবির ও হালিম নামের দুই যুবক অভিযোগকারী হারিজের ছোট ভাই প্রতিবন্ধী সাইফুল ইসলাম হিরণকে নগরের ভোগড়া বাইপাস এলাকার পুরাতন কার্টনের ব্যবসার দোকান থেকে ডেকে নিয়ে  তাকে বেদম মারধর করে রাস্তার উপর ফেলে রেখে যায় গত ২৭শে এপ্রিল। আহত হয়ে চিকিৎসাধীন থাকায় এখনো তার চলাফেরা করা সম্ভব হচ্ছে না। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি। বরং উল্টো নানা ধরনের হয়রানি ও হুমকির মুখে রয়েছে হারিজের পরিবারের লোকজন। এ কারণেই পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ভয়ভীতি ও চরম নিরাপত্তাহীনতায় থাকায় সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার দাবি জানিয়ে তিনি আবেদন করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status