অনলাইন

চট্টগ্রামে শনাক্তের রেকর্ড, আক্রান্ত বেড়ে ১২৩৩০

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৩:২৪ পূর্বাহ্ন

ঢাকা ল্যাবে নমুনা পরীক্ষার আশীর্বাদে চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৯৯ জন। যা এযাবতকালে হয়নি। আর এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা সংক্রমণ শনক্তের সংখ্যা দাড়িয়ছে ১২,৩৩০ জনে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার দিনগত রাতে চট্টগ্রামের মোট ২ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। যার মধ্যে ৩১৩ জন নগরের ও ৮৬ জন বিভিন্ন উপজেলার। তম্মধ্যে ঢাকায় ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৬৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়।
তিনি জানান, চট্টগ্রামের ল্যাবে জট থাকায় প্রায় এক মাস আগে ৪ হাজারেরও বেশি নমুনা ঢাকায় স্বাস্থ্যবিভাগে পাঠানো হয়। তম্মধ্যে ৩৯৯ নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় বুধবার রাতে। এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৩৩০ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে ৮ হাজার ৬১২ জন নগরের ও ৩ হাজার ৭১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নগরীর ২৮ জন ও বিভিন্ন উপজেলার ১৩ জন, বিআইটিআইডি ল্যাবে ১৪০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৫ জন নগরের ও ৩২ জন উপজেলার, বিআইটিআইডি থেকে আগে ঢাকায় পাঠানো ৪৩৭টি নমুনায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া চমেক ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৪ জন নগরের ও ৯ জন উপজেলার, চমেক ল্যাব থেকে আগে ঢাকায় পাঠানো ১৩১৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ২১৬ জন নগরের ও ১৫ জন উপজেলার। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ২৩৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ২৩ জন ও উপজেলার ১৩ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। শেভরণ ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদন বৃহস্পতিবার সকাল পর্যন্ত পায়নি বলে জানান সিভিল সার্জন।
উপজেলা পর্যায়ে শনাক্ত ৮৬ জনের মধ্যে পটিয়ার ১৫, হাটহাজারীর ১৫, রাউজানে ১২, আনোয়ারায় ১২, ফটিকছড়ির ৬, সীতাকুন্ডের ৬ জন, চন্দনাইশে ৪, বোয়ালখালী ৪, রাঙ্গুনিয়ায় ৪, সাতকানিয়ার ২, বাঁশখালীর ২, মিরসরাইয়ে ২ ও সন্দ্বীপে ২ জন আছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৭ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৮৭ জন। মারা গেছেন মোট ২২০ জন। এরমধ্যে ১৫৬ জন নগরের ও ৬৪ জন উপজেলার বাসিন্দা বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status