বাংলারজমিন

জাফলংয়ে ফটোগ্রাফার খুন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১২:১৭ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাটের জাফলং বনবিভাগের গ্রীন পার্ক এলাকার অদূরবর্তী টিলার উপর থেকে জাফলং পর্যটন কেন্দ্রের পেশাদার ফটোগ্রাফার সাদ্দাম হোসেনের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জাফলং বনবিভাগের গ্রীন পার্ক এলাকা থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করেছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকুও উদ্ধার করা হয়েছে।

নিহত সাদ্দাম উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। সে পেশায় একজন ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার ছিলো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যামেরা নিয়ে পর্যটকদের ছবি তোলার জন্য পর্যটনকেন্দ্র সংগ্রাম বিজিবি ক্যাম্প এলাকার উদ্দেশ্যে সাদ্দাম বাড়ি থেকে বের হয়। পরে বিকেলে জাফলং বনবিটের গ্রীনপার্ক এলাকায় কাছের টিলায় তার লাশ দেখে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাদ্দামের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টসহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, জাফলং বনভিট এলাকা থেকে সাদ্দাম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status