বিশ্বজমিন

সৌদির কালো তালিকায় ইসলামিক স্টেটকে অর্থায়ন করা ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবজমিন ডেস্ক

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১১:৫৮ পূর্বাহ্ন

জিহাদি সংগঠন ইসলামিক স্টেটকে অর্থায়নের দায়ে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি আরব। প্রতিবেশি আরব রাষ্ট্রগুলো ও যুক্তরাষ্ট্রের সহায়তায় এই তালিকা প্রস্তুত করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে বলা হয়, ইসলামিক স্টেটকে অর্থায়নে ব্যবহৃত কিছু অর্থ লেনদেন মাধ্যমকে চিহ্নিত করেছে সৌদি আরব। এরমধ্যে রয়েছে আল-হারাম এক্সচেঞ্জ, তাওয়াসুল কোম্পানি ও আল-খিলাদি এক্সচেঞ্জ। এসব প্রতিষ্ঠান সিরিয়ার অভ্যন্তরে জিহাদিদের অর্থায়নে বড় ভুমিকা পালন করছে। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত ইসলামিক স্টেটের নেতৃত্বস্থানীয়দের কাছে লাখ লাখ ডলার পাঠানো হয়েছে।
একইসঙ্গে আব্দ আল-রহমান নামের এক ধনকুবেরকেও ইসলামিক স্টেটকে অর্থায়নের দায়ে অভিযুক্ত করেছে। তার মতো আরো বেশ কয়েকজন রয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। তিনি ইসলামিক স্টেটকে উলে­খযোগ্য পরিমাণ অর্থ সহায়তা করেছিলেন। শুধু সিরিয়ায় নয়, বৈশ্বিক পর্যায়ে হামলা চালানোর জন্যও তার এ অর্থ ব্যয় করা হত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status