বিনোদন

একসঙ্গে বিচারকের আসনে তারা

স্টাফ রিপোর্টার

১৫ জুলাই ২০২০, বুধবার, ১:৩৮ পূর্বাহ্ন

এর আগে ভিন্ন ভিন্ন প্রতিভা অন্বেষণের আয়োজনে তাদের বিচারক হিসেবে দেখা গেলেও এবার তাদের দেখা যাবে একসঙ্গে। সংগীত প্রতিযোগিতা বিষয়ক ভিন্নমাত্রার একটি আয়োজনে বিচারকের আসনে বসবেন দেশীয় সংগীতের তিন তারকা কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার এবং ইমরান মাহমুদুল।
তারা তিনজনই এর আগে এই কাজে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছেন। নিজেদের বিচার বিশ্লেষণ আর রায়ে একাধিক রিয়েলিটি শো থেকে বেরিয়ে এসেছে মেধাবী সব কণ্ঠশিল্পী।
এবার তারা গানের প্রতিভা বাছাই করবেন ধ্রুব মিউজিক স্টেশন আয়োজিত ‘আমার গান’ অনুষ্ঠানে। এই প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে যুক্ত হলেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার এবং ইমরান মাহমুদুল।
যদি কেউ নিজে গান লিখতে পারে , সুর করতে পারে এবং গাইতে পারে, অর্থাৎ এই তিনটি গুণ যাদের মধ্যে আছে তারাই অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। বিচারকদের সুচিন্তিত রায়ে বেরিয়ে আসবে সংগীতের একাধিক মেধাবী অলরাউন্ডার।
কুমার বিশ্বজিৎ এ আয়োজনে যুক্ত হওয়া প্রসঙ্গে জানালেন, এই দুঃসময়ে দারুণ একটি কাজ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। এই উদ্যোগটি অবশ্যই প্রশংসার দাবিদার। এর মাধ্যমে বেরিয়ে আসবে তিন গুনে গুনান্বিত একাধিক প্রতিভা। যারা নিজেরাই গান লিখে, সুর করে এবং নিজেরাই গায়। এমন একটি কাজের সঙ্গে থাকতে পরে ভালো লাগছে।
বাপ্পা বলেন, একটা ব্যতিক্রমী আয়োজনের সাথে যুক্ত হলাম। নতুন অভিজ্ঞতা হবে। এই আয়োজন থেকে অবশ্যই একাধিক মেধাবীরা বের হয়ে আসবে। ইমরান বলেন, খুব সুন্দর আয়োজন হতে যাচ্ছে। আশা করছি এখান থেকে বেশ ভালো কিছু শিল্পী বের হয়ে আসবে।
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ জানালেন,‘আমরা শুরু থেকেই প্রতিভার মূল্য দিয়ে আসছি , ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সারা দেশের লুকায়িত প্রতিভাদের সামনে তুলে আনাই আমাদের মূল লক্ষ্য।
প্রসঙ্গত, গত ৫ই জুলাই থেকে শুরু হওয়া ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় গান জমা দেওয়া যাবে ৪ আগস্ট পর্যন্ত। গান পাঠানো যাবে [email protected] এই মেইলে অথবা হোয়াটসআপও করা যাবে তাদের অফিসিয়াল নাম্বারে ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status