খেলা

ডিসেম্বরে শুরু বিগ ব্যাশ টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই ২০২০, বুধবার, ১২:১৬ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার সার্বিক করোনা পরিস্থিতির উন্নতি হলেও সংক্রমণ বেড়েছে সিডনি ও মেলবোর্নে। এর মধ্যেই বুধবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লীগ বিগ ব্যাশের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সূচি অনুযায়ী ৩রা ডিসেম্বর অ্যাডিলেড স্ট্রাইকার্সের মাঠে মেলবোর্ন রেনেগেডসের ম্যাচ দিয়ে শুরু হবে বিগ ব্যাশের দশম আসর। পুরো টুর্নামেন্টে ফাইনালসহ হবে ৬০টি ম্যাচ। ৬ই ফেব্রুয়ারি হবে শিরোপা নির্ধারণী লড়াই। নারী বিগ ব্যাশ টি-টোয়েন্টি লীগেরও সূচি ঘোষণা করেছে সিএ। নারীদের খেলা শুরু হবে ১৭ই অক্টোবর, শেষ হবে ২৯শে নভেম্বর। এরপরই মাঠে গড়াবে পুরুষদের খেলা।

করোনা মহামরির মধ্যে সবার আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাঠে গড়াবে ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লীগ (সিপিএল) দিয়ে।  ছয় দলের আসরটি মাঠে গড়াবে আগামী ১৮ই আগস্ট।

সূচি ঘোষণার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের প্রধান অলিস্টার ডবসন বলেন, ‘দেশে এবং সারা বিশ্বের করোনা পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। এর মধ্যে সূচি নির্ধারণ সহজ ছিল না। করোনা পরিস্থিতি প্রভাব ফেলতে পারে বিগ ব্যাশে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। কভিড-১৯ এর কারণে সূচিতে পরিবর্তনও আনা হতে পারে।’

আরও পড়ুন: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পথ দেখাচ্ছে সিপিএল

বিগ ব্যাশ শুরুর সময় সূচি নির্ধারিত রয়েছে ভারতের অস্ট্রেলিয়া সফরেরও। চার ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে তখন। ভারতের বিপক্ষে হোম সিরিজটিও নির্ধারিত সময়ে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার এ ব্যাপারে আইসিসি  দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status